ঢাকা, শনিবার, ২৮ আষাঢ় ১৪৩২, ১২ জুলাই ২০২৫, ১৬ মহররম ১৪৪৭

বিনোদন

আলোচনায় মুখর জেমসের নতুন লুক

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১:০৯, আগস্ট ২০, ২০২০
আলোচনায় মুখর জেমসের নতুন লুক জেমস

চলমান করোনার শুরুর দিকে সবকিছু থমকে যাওয়ার সঙ্গে সঙ্গেই নিজেকে ঘরবন্দি করে ফেলেন নগরবাউল জেমস। এই সময়ে তিনি ছিলেন না কোনো আলোচনায়।

অবশেষে দীর্ঘ পাঁচ মাস পর জেমস দেখা দিলেন একেবারেই নতুন লুকে,  যা দেখে ভক্ত-অনুরাগীরা বেশ অবাক এবং সিস্মিতই হলেন! তার চেহারায় বয়সের ছাপ স্পষ্ট হয়ে ওঠেছে। সময়ের সঙ্গে বয়সের ঘরে যে দিনক্ষণ জমা হচ্ছে, তা হয়তো প্রকাশিত নতুন এই ছবিতে স্পষ্ট হলো। তবে ভক্তরা তাদের প্রিয় গায়ককে বরাবরের মতোই রহস্যময় হিসেবে নিলেন। আর সেই রহস্য মুখর হয়ে ওঠেছে সামাজিক যোগাযোগমাধ্যমে।

দীর্ঘ পাঁচ মাস চুপচাপ থাকার পর বৃহস্পতিবার (২০ আগস্ট) দুপুরে জেমস তার ফেসবুকে প্রকাশ করেছেন নতুন লুকের এই ছবি। তিনি বর্তমানে অবস্থান করছেন স্ত্রী-সন্তানদের নিয়ে রাজধানীর নিজস্ব ফ্ল্যাটেই। হোম স্টুডিওতে করছেন নিয়মিত জ্যামিং।

২০১৭ সালে প্রকাশ হয় জেমসের গাওয়া শেষ গান ‘তোর প্রেমেতে অন্ধ হলাম’। ‘সত্তা’ সিনেমার এই গানটির জন্য তিনি জাতীয় চলচ্চিত্র পুরস্কারও লাভ করেন।

বাংলাদেশ সময়: ২১০৮ ঘণ্টা, আগস্ট ২০, ২০২০
ওএফবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।