ঢাকা, মঙ্গলবার, ৩১ আষাঢ় ১৪৩২, ১৫ জুলাই ২০২৫, ১৯ মহররম ১৪৪৭

বিনোদন

শোক দিবসে ছোট পর্দায় বঙ্গবন্ধুকে নিয়ে কাহিনিচিত্র 

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭:০২, আগস্ট ১৫, ২০২০
শোক দিবসে ছোট পর্দায় বঙ্গবন্ধুকে নিয়ে কাহিনিচিত্র 

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৫তম শাহদাতবার্ষিকী ও জাতীয় শোক দিবস শনিবার (১৫ আগস্ট)। এদিনটি উপলক্ষে বঙ্গবন্ধুকে নিয়ে ‘প্রতিরোধ যুদ্ধে দুই বীর’, ‘রক্তস্নাত আগস্ট’ ও ‘পচাত্তরের লালু’ নামের তিনটি কাহিনিচিত্র নির্মিত হয়েছে।

 

সহিদ রাহমানের ‘মহামানবের দেশে’ গ্রন্থ থেকে গল্প তিনটি নেওয়া হয়েছে। এটি লেখা হয়েছে বঙ্গবন্ধুকে নিয়ে।  

‘প্রতিরোধ যুদ্ধে দুই বীর’ কাহিনিচিত্রটি পান্থ শাহ্রিয়ারের চিত্রনাট্যে নির্মাণ করেছেন আবু হায়াত মাহমুদ। এতে অভিনয় করেছেন আনিসুর রহমান মিলন,আরমান পারভেজ মুরাদ, শতাব্দী ওয়াদুদ, জিয়াউল হাসান কিসলু প্রমুখ। শনিবার (১৫ আগস্ট) সন্ধ্যা ৭টা ৫০ মিনিটে এটি চ্যানেল আইতে প্রচার হবে।

‘রক্তস্নাত আগস্ট’ পরিচালনা করেছেন শ্রাবণী ফেরদৌস। এতে অভিনয় করেছেন তারিক আনাম খান, রুনা খান, অপর্ণা ঘোষ, মাসুম বাশার প্রমুখ। সাংবাদিক আবিদ আজাদ ও তার বন্ধু সরকারী চাকুরিজীবী রায়হান মুক্তিযোদ্ধা। শনিবার রাত ৯টায় এটিএন বাংলায় প্রচার হবে এই কাহিনীচিত্রটি।

এদিকে সাইয়েদ আহমাদের চিত্রনাট্যে সাজ্জাদ সুমন পরিচালিত ‘পচাত্তরের লালু’ শুক্রবার (১৪ আগস্ট) রাতে একুশে টিভিতে প্রচারিত হয়েছে। এতে অভিনয় করেছেন আহমেদ রুবেল, জিয়াউল হাসান কিসলু, মোমেনা চৌধুরী ও শিশুশিল্পী যায়ান।

জানা যায়, নতুন কাহিনিচিত্র তিনটি নির্মিত হয়েছে বঙ্গবন্ধু হত্যার প্রতিরোধমূলক আলাদা তিন ঘটনা নিয়ে। ১৯৭৫ সালের ১৫ আগস্ট জাতির পিতাকে সপরিবারে হত্যার কথা শুনে থমকে যায় সারা দেশ। বিভিন্ন এলাকায় খুনিদের বিরুদ্ধে প্রতিরোধ যুদ্ধ শুরু হয়। কাহিনিচিত্রগুলোতে ভিন্ন ভিন্ন তিনটি গল্পের মাধ্যমে সে সময়কার চিত্র তুলে ধরার চেষ্টা করেছেন নির্মাতারা।

বাংলাদেশ সময়: ১৭০২ ঘণ্টা, আগস্ট ১৫, ২০২০
জেআইএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।