ঢাকা, মঙ্গলবার, ৩১ আষাঢ় ১৪৩২, ১৫ জুলাই ২০২৫, ১৯ মহররম ১৪৪৭

বিনোদন

অসচ্ছল শিল্পীদের জন্য ৫ গরু কোরবানি করবেন পরীমনি

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪:৩৪, জুলাই ২৯, ২০২০
অসচ্ছল শিল্পীদের জন্য ৫ গরু কোরবানি করবেন পরীমনি পরীমনি

বিগত কয়েক বছর ধরে বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন করপোরেশনে (বিএফডিসি) অসচ্ছল ও সুবিধাবঞ্চিত শিল্পী-কলাকুশলীদের জন্য গরু কোরবানি করছেন চিত্রনায়িকা পরীমনি। এবারো এর ব্যতিক্রম ঘটছে না।

 

করোনা পরিস্থিতিতে অসচ্ছল শিল্পীদের টানাপোড়নের কথা মাথায় রেখে এবার ৫টি গরু কোরবানি দিতে যাচ্ছেন এই নায়িকা। ঈদের দিন এফডিসিতে নিজে উপস্থিত থেকে সবার মাঝে গরুর মাংস বণ্টন করবেন বলেও জানান ‘স্বপ্নজাল’খ্যাত এই তারকা।

পরীমনি বলেন, মহামারির কারণে কোরবানি নিয়ে এবার একটু বেশি সতর্কতা অবলম্বন করতে হচ্ছে। পুরোপুরি স্বাস্থ্যবিধি মেনেই এ বছর ৫টি গরু কোরবানি দেওয়ার নিয়ত করেছি। সবার কাছে দোয়া চাইছি, যাতে সামর্থ্য অনুযায়ী কোরবানি দেওয়াটা অব্যাহত রাখতে পারি।

২০১৬ সাল থেকে এফডিসিতে পশু কোরবানি করছেন পরীমনি। গত বছর তিনি ৪টি গরু কোরবানি করেন এবং নিজে উপস্থিত থেকে মাংস সবার মাঝে বিতরণ করেন।

বাংলাদেশ সময়: ১৪৩৪ ঘণ্টা, জুলাই ২৯, ২০২০
জেআইএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।