ঢাকা, মঙ্গলবার, ৩১ আষাঢ় ১৪৩২, ১৫ জুলাই ২০২৫, ১৯ মহররম ১৪৪৭

বিনোদন

এমি অ্যাওয়ার্ডস মনোনয়ন ঘোষণা, এগিয়ে ‘ওয়াচম্যান’

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২:৪৯, জুলাই ২৯, ২০২০
এমি অ্যাওয়ার্ডস মনোনয়ন ঘোষণা, এগিয়ে ‘ওয়াচম্যান’

চলতি বছরের ২০ সেপ্টেম্বর অনুষ্ঠিত হতে যাচ্ছে প্রাইমটাইম এমি অ্যাওয়ার্ডস। আর এর আগেভাগেই ঘোষিত হলো পুরস্কারের জন্য মনোনীতদের তালিকা।

এবার সর্বোচ্চ ২৬টি বিভাগে মনোনয়ন পেয়ে এগিয়ে আছে ‘ওয়াচম্যান’। আর এর পরেই দ্বিতীয় সর্বোচ্চ ১৮টি বিভাগে মনোনয়ন পেয়েছে নেটফ্লিক্সের ‘ওজার্ক’।  

সুপারহিরো মিথোলজি হয়েও বাস্তব জগতের বর্ণবৈষম্যকেও তুলে ধরেছে ‘ওয়াচম্যান’।  যুক্তরাষ্ট্র থেকে ছড়িয়ে পড়া বর্ণবাদবিরোধী আন্দোলনের প্রবাহে সিরিজটি দারুণ গ্রহণযোগ্যতা পায়। পাশাপাশি এবার এমি অ্যাওয়ার্ডসে সর্বোচ্চ ২৬টি বিভাগে মনোনয়ন লাভ করে চমক দেখালো ‘ওয়াচম্যান’।  

দেখে নেওয়া যাক, ৭২তম এমি অ্যাওয়ার্ডস মনোনয়নপ্রাপ্ত সিরিজ কোনগুলো:

সেরা ড্রামা সিরিজ:
বেটার কল সাউল (এএমসি)
দ্য হ্যান্ডমেইড’স টেল (হুলু)
কিলিং ইভ (বিবিসি আমেরিকা)
দ্য ম্যান্ডালোরিয়ান (ডিজনি+)
ওজার্ক (নেটফ্লিক্স)
স্ট্রেনজার থিংস (নেটফ্লিক্স)
সাক্সেশন (এইচবিও)

সেরা কমেডি সিরিজ:
কার্ব ইওর এন্থুজিয়াজম (এইচবিও)
ডেড টু মি (নেটফ্লিক্স)
দ্য গুড প্লেস (এনবিসি)
ইনসিকিউর (এইচবিও)
দ্য কোমিন্সকি মেথড (নেটফ্লিক্স)
দ্য মারভেলাস মিসেস মেইজেল (আমাজন)
হোয়াট উই ডু ইন দ্য শ্যাডোস (এফএক্স)

সেরা লিমিটেড সিরিজ:
লিটল ফায়ারস এভরিহোয়্যার (হুলু)
মিসেস আমেরিকা (এফএক্স অন হুলু)
আনবিলিভ্যাবল (নেটফ্লিক্স)
আনঅর্থোডক্স (নেটফ্লিক্স)
ওয়াচম্যান (এইচবিও)

বাংলাদেশ সময়: ১২৪৫ ঘণ্টা, জুলাই ২৯, ২০২০
এমকেআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।