ঢাকা, মঙ্গলবার, ৩১ আষাঢ় ১৪৩২, ১৫ জুলাই ২০২৫, ১৯ মহররম ১৪৪৭

বিনোদন

বিয়ে করলেন গায়িকা কর্ণিয়া

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০:২৭, জুলাই ২৮, ২০২০
বিয়ে করলেন গায়িকা কর্ণিয়া বিয়ের অনুষ্ঠানে জাকিয়া সুলতানা কর্ণিয়া ও নাবিল সালাউদ্দিন

গাঁটছড়া বাঁধলেন কণ্ঠশিল্পী জাকিয়া সুলতানা কর্ণিয়া। মিউজিশিয়ান নাবিল সালাউদ্দিনের সঙ্গে ঘর বেঁধেছেন তিনি।

সোমবার (২৭ জুলাই) পারিবারিকভাবে তাদের বিয়ে হয়েছে।

সুখবরটি কর্ণিয়া নিজেই জানিয়েছেন। তিনি বাংলানিউজকে বলেন, গান করতে গিয়েই নাবিল আর আমার পরিচয়। এরপর আমাদের ভালো সম্পর্ক তৈরি হয়। যখন মনে হলো আমরা একে অপরের সঙ্গে সারাজীবন থাকতো পারবো, তখনই বিয়ের সিদ্ধান্ত নিয়েছি। দুই পরিবারকে জানানোর পর তারা পাকাপাকি কথা বলে মার্চের শুরুতে বাগদানের সিদ্ধান্ত নেয়। কিন্তু করোনার কারণে সব পরিকল্পনা পাল্টে যায়।  গতকাল পারিবারিকভাবে আমাদের আক্দ হয়েছে।

এই গায়িকা আরো জানান, করোনার পরিস্থিতি স্বাভাবিক হলে বন্ধু ও ঘনিষ্ঠজনদের নিয়ে জাঁকালো আয়োজনে বিয়ের অনুষ্ঠান করবেন।

নাবিল এসএস ব্যান্ডের প্র‌তিষ্ঠাতা। ক‌র্ণিয়ার সঙ্গে অনেকদিন ধরেই মিউ‌জিক করছেন। এছাড়াও তিনি আর্ক ও প্রমিথিউসসহ বেশকিছু ব্যান্ডের সঙ্গে কাজ করছেন।

২০১২ সালে চ্যানেল নাইন-এর ‘পাওয়ার ভয়েস’ গানের প্রতিযোগিতায় রানার্স আপ হয়ে পরিচিতি পান কর্ণিয়া। এরপর নিয়মিত গান করছেন তিনি। অডিও ও প্লেব্যাকে বহু গান করেছেন তিনি।

বাংলাদেশ সময়: ২০২৬ ঘণ্টা, জুলাই ২৮, ২০২০
জেআইএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।