ঢাকা, রবিবার, ২২ আষাঢ় ১৪৩২, ০৬ জুলাই ২০২৫, ১০ মহররম ১৪৪৭

বিনোদন

করোনা নিয়ে বাংলালিংকের মিউজিক ভিডিও ‘ভালো থাকো বাংলাদেশ’

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬:৩৬, এপ্রিল ১৬, ২০২০
করোনা নিয়ে বাংলালিংকের মিউজিক ভিডিও ‘ভালো থাকো বাংলাদেশ’

বাংলাদেশের অন্যতম ডিজিটাল সেবাদাতা প্রতিষ্ঠান বাংলালিংক ‘ভালো থাকো বাংলাদেশ’ শিরোনামের একটি নতুন মিউজিক ভিডিও প্রকাশ করেছে।

মিউজিক ভিডিওটিতে দেশের জনপ্রিয় শিল্পীদের কণ্ঠে করোনা ভাইরাসের প্রাদুর্ভাবের কারণে চলমান সঙ্কট কাটিয়ে সুদিনে ফেরার প্রত্যাশা ব্যক্ত হয়েছে।
 
বাংলা নববর্ষ ১৪২৭-এর আগমনের বিশেষ মুহূর্তে সকলের জন্য কল্যাণময় ভবিষ্যতের প্রত্যাশায় এই মিউজিক ভিডিওটি প্রকাশ করা হয়েছে বলে বৃহস্পতিবার (১৬ এপ্রিল) এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে বাংলালিংক।


 
মিউজিক ভিডিওটি নির্মাণে শিল্পীদের পাশাপাশি বাংলালিংককে সহায়তা করেছে সরকারের এটুআই প্রোগ্রাম, মন্ত্রীপরিষদ বিভাগ, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগ এবং ইউএনডিপি।
 
‘ভালো থাকো বাংলাদেশ’ গানটির কথা লিখেছেন গীতিকার রাসেল মাহমুদ ও সুর দিয়েছেন সুরকার আরাফাত মহসিন নিধি।
 
হোম কোয়ারেন্টিনে থেকেই মিউজিক ভিডিওতে অংশ নিয়েছেন অভিনেত্রী মিথিলা, মম, সাবিলা নূর, মারিয়া নূর, নাঈম, মনোজ, সজল ও মোর্শেদ মিশু এবং দেশখ্যাত সংগীতশিল্পী বাপ্পা মজুমদার, কনা, শুভ, এলিটা করিম, নিধি, নন্দিতা ও তূর্য।
 
দর্শকরা বাংলালিংকের অফিসিয়াল ফেসবুক  পেজ (https://bit.ly/3aaS3jE), ইউটিউব (https://bit.ly/2VsLFPw), লিংকড ইন (https://bit.ly/3exh6AW)
 ও ইন্সটাগ্রাম (https://bit.ly/2wKLoz6) ছাড়াও টুইটার (https://bit.ly/2V9HFEv) পেজ ভিজিট করে মিউজিক ভিডিওটি উপভোগ করতে পারবেন।
 
বাংলালিংকের ব্র্যান্ডস অ্যান্ড কমিউনিকেশনস ডিরেক্টর কাজী উরফী আহমদ বলেন, আমরা সবাই এখন এক সংকটপূর্ণ পরিস্থিতি পার করছি। এই পরিস্থিতির মাঝে সকলকে আশাবাদের এই গানের মাধ্যমে উৎসাহিত করার উদ্দেশ্য নিয়ে আমরা মিউজিক ভিডিওটি তৈরি করেছি। নববর্ষ আগমনের এই বিশেষ মুহূর্তে আমি আশা করি, সবার আন্তরিক প্রচেষ্টার মাধ্যমে অচিরেই আমরা সংকট দূর করে সুদিনে ফিরতে সক্ষম হবো।
 
বাংলাদেশ সময়: ১৬৫৭ ঘণ্টা, এপ্রিল ১৬, ২০২০
এমআইএইচ/জেআইএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।