ঢাকা, বুধবার, ৫ ভাদ্র ১৪৩২, ২০ আগস্ট ২০২৫, ২৫ সফর ১৪৪৭

বিনোদন

মহিলা সমিতির মঞ্চে ‘ক্রাচের কর্নেল’

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০২:৫০, ফেব্রুয়ারি ১২, ২০২০
মহিলা সমিতির মঞ্চে ‘ক্রাচের কর্নেল’

নাট্যদল বটতলার আলোচিত প্রযোজনা ‘ক্রাচের কর্নেল’। শাহাদুজ্জামানের আলোচিত উপন্যাস ‘ক্রাচের কর্নেল’ অবলম্বনে এর নাট্যরূপ দিয়েছেন সৌম্য সরকার ও সামিনা লুৎফা নিত্রা। নির্দেশনায় মোহাম্মদ আলী হায়দার।

শনিবার (১৫ ফেব্রুয়ারি) সন্ধ্যা ৭টায় বাংলাদেশ মহিলা সমিতির নীলিমা ইব্রাহিম মিলনায়তনে মঞ্চস্থ হবে নাটকটির ৫০তম প্রদর্শনী।

নাটকটির বিভিন্ন চরিত্রে অভিনয় করছেন- ইমরান খান মুন্না, কাজী রোকসানা রুমা, সামিনা লুৎফা নিত্রা, তৌফিক হাসান ভুঁইয়া, বাকীরুল ইসলাম, পংকজ মজুমদার, ইভান রিয়াজ, ম. সাঈদ, মনজুরুল ইসলাম রনি, গোলাম মাহবুব মাসুম।

এর পোশাক পরিকল্পনায় হুমায়রা আখতার। কোরিওগ্রাফিতে সামিনা লুৎফা নিত্রা। আলোক পরিকল্পনায় খালিদ মাহমুদ সেজান। আবহ সংগীত পরিকল্পনায় পিন্টু ঘোষ।

বাংলাদেশ সময়: ২১৫০ ঘণ্টা, ফেব্রুয়ারি ১১, ২০২০
ওএফবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।