ঢাকা, শনিবার, ২৮ আষাঢ় ১৪৩২, ১২ জুলাই ২০২৫, ১৬ মহররম ১৪৪৭

বিনোদন

বঙ্গবন্ধুকে নিয়ে চলচ্চিত্র নির্মাণ বাছাই উপ-কমিটির সভা

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০:৫২, অক্টোবর ২০, ২০১৯
বঙ্গবন্ধুকে নিয়ে চলচ্চিত্র নির্মাণ বাছাই উপ-কমিটির সভা

ঢাকা: জাতির পিতা বঙ্গবন্ধুর জীবন ও আদর্শ নিয়ে স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র এবং প্রামাণ্যচিত্র নির্মাণ বিষয়ক ‘বাছাই উপ-কমিটি’র পঞ্চম সভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২০ অক্টোবর) দুপুরে রাজধানীর সেগুনবাগিচায় ‘বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উদযাপন বাস্তবায়ন কমিটি’র কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়।

কমিটির সভাপতি ও সংসদ সদস্য চিত্রনায়ক আকবর হোসেন পাঠানের (ফারুক) সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় আরও উপস্থিত ছিলেন- চিত্রনায়ক রিয়াজ, চিত্রনায়িকা রোজীনা, রোকেয়া প্রাচী, পরিচালক মতিন রহমান, কাজী কামাল এবং চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তরের মহাপরিচালক মোহাম্মদ ইসতাক হোসেনসহ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উদযাপন বাস্তবায়ন কমিটির কর্মকর্তারা।

 

সভায় বিভিন্ন স্বল্পদৈর্ঘ্য এবং প্রামাণ্যচিত্র নিয়ে আলোচনা করা হয় এবং কমিটির সভাপতিরা বিভিন্ন স্বল্পদৈর্ঘ্য এবং প্রামাণ্যচিত্র নিয়ে তাদের মতামত ও মন্তব্য প্রকাশ করেন।

কমিটির আজকের সভায় স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রের ৩৬টি স্ক্রিপ্ট এবং প্রামাণ্যচিত্রের ২৬টি স্ক্রিপ্ট চূড়ান্ত করা হয়।

বাংলাদেশ সময়: ১৬৫১ ঘণ্টা, অক্টোবর ২০, ২০১৯
এইচএমএস/এসএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।