ঢাকা, মঙ্গলবার, ৩১ আষাঢ় ১৪৩২, ১৫ জুলাই ২০২৫, ১৯ মহররম ১৪৪৭

বিনোদন

দুর্গোৎসবের বিশেষ আয়োজন ‘শারদ আনন্দ’

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১:২৪, অক্টোবর ৬, ২০১৯
দুর্গোৎসবের বিশেষ আয়োজন ‘শারদ আনন্দ’ ‘শারদ আনন্দ’ অনুষ্ঠানে শিল্পীরা

প্রতিবছর দুর্গোৎসবে বাংলাদেশ টেলিভিশন (বিটিভি) আয়োজন করে থাকে দেবী দুর্গার মহিষাসুরবধ’র ধর্মীয় কাহিনি নিয়ে নাটক। তবে এবারই প্রথম গতানুগতিকতার বাইরে গিয়ে তৈরি হয়েছে ম্যাগাজিন অনুষ্ঠান ‘শারদ আনন্দ’।

মঙ্গলবার (৮ অক্টোবর) রাত ১০টার ইংরেজি সংবাদের পর বিটিভি ও বিটিভি ওয়ার্ল্ডে প্রচার হবে বিশেষ এই অনুষ্ঠান। এর পরিকল্পনা ও গ্রন্থনায় সুমন সাহা।

 

তরুণ অভিনেতা মনোজ কুমার ও সংগীতশিল্পী চম্পা বণিকের প্রাণবন্ত উপস্থাপনায় অনুষ্ঠানের শুরুতেই শিশুদের জন্য অন্তরা চৌধুরির গাওয়া একটি দূর্গা পূজার গান রয়েছে। থাকছে দেশ-বিদেশের পুজোর খবর এবং তরুণ মডেল জুটি এবং সংগীতশিল্পী দম্পতিদের অংশগ্রহণে ফ্যাশন শো পর্ব।

অনুষ্ঠানে চন্দনা মজমুদার ও কিরণ চন্দ্র রায়ের লোকগানের সঙ্গে নৃত্য পরিবেশন করতে দেখা যাবে ওয়ারদা রিহাব ও সনি’কে। বিটিভির নাটকে দেবী দুর্গার ভূমিকায় অভিনয় করা শিল্পীদের অংশগ্রহণে দেখা যাবে আড্ডা।  

এছাড়া জনপ্রিয় ব্যান্ড জলেরগান’কে একটি পিঠা-পুলির গান পরিবেশন করতে দেখা যাবে। মজার ঝাল-মিস্টি-টক শোতে ঢাক ঢোল সঙ্গে নিয়ে নাচতে নাচতে সেটে ঢুকতে দেখা যাবে- মুন্নি সাহা, রাহুল রাহা, প্রণব সাহা ও অপু উকিলকে।

আরও থাকছে সংগীতশিল্পী দেবলীনা সুরের এবারের পূজার গান ‘ও মা দুর্গা মা’ গানের সঙ্গে চিত্রনায়ক বাপ্পি চৌধুরীসহ একদল নৃত্যশিল্পীর পরিবেশনা। এর কোরিওগ্রাফিতে ইভান শাহরিয়ার সোহাগ।

এছাড়াও দেবী দুর্গার মহিষাসুরবধ’র কাহিনি নিয়ে নাটিকায় থাকছে প্রায় অর্ধশত শিল্পী অংশগ্রহণ। বিটিভির পরিচালক (অনুষ্ঠান ও পরিকল্পনা) জগদীশ এষ’র সার্বিক তত্ত্বাবধানে অনুষ্ঠানটি প্রযোজনা করেছেন লুৎফর রহমান।

বাংলাদেশ সময়: ১৭২৪ ঘণ্টা, অক্টোবর ০৬, ২০১৯
ওএফবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।