ঢাকা, মঙ্গলবার, ২৪ আষাঢ় ১৪৩২, ০৮ জুলাই ২০২৫, ১২ মহররম ১৪৪৭

বিনোদন

আসছে ঈদে দেখা যাবে সালমান-ক্যাটরিনা জুটিকে!

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২:৩১, অক্টোবর ৪, ২০১৯
আসছে ঈদে দেখা যাবে সালমান-ক্যাটরিনা জুটিকে!

সঞ্জয়লীলা বানসালির ‘ইনশাআল্লাহ’ সিনেমাটি ছাড়ার পর সালমান খানের কোন সিনেমাটি ২০২০ সালের ঈদে মুক্তি পাবে, এই নিয়ে কৌতূহল তৈরি হয়েছে। তার ‘দাবাং থ্রি’ সিনেমাটি মুক্তি পাচ্ছে চলতি বছর ডিসেম্বরে। এছাড়া সাল্লুর হাতে রয়েছে ‘কিক ২’ ও কোরিয়ান ‘দ্য আউটলস’র হিন্দি রিমেক। শোনা যাচ্ছে, হিন্দি রিমেকটি মুক্তি পেতে পারে ২০২০ সালের ঈদে। 

নতুন সিনেমাটিতে নাকি সালমান খান পুলিশের চরিত্রে অভিনয় করবেন। গুঞ্জন রয়েছে, এতে তার বিপরীতে ক্যাটরিনা কাইফ অভিনয় করবেন।

ভারতীয় সংবাদমাধ্যমকে সূত্র জানায়, ‘২০২০ সালের ঈদে যে সিনেমাটি মুক্তি পাবে, এতে ‘ভাই’কে আবারও পুলিশের চরিত্রে দেখা যাবে। সিনেমাটিতে সালমান খানের বিপরীতে প্রিয়াঙ্কা চোপড়াকে নেওয়ার জন্য টিমের সদস্যরা পরামর্শ দিয়েছিলেন। কারণ অক্টোবরে ‘দ্য স্কাই ইজ পিঙ্ক’ মুক্তির পরে এই অভিনেত্রীর কাছে আর কোনো সিনেমা নেই। ’

‘তবে সালমান প্রিয়াঙ্কার সঙ্গে কাজ করতে অনীহা প্রকাশ করেছেন। এত কম সময়ের মধ্যে হাতে দুইটি অপশন ছিল- জ্যাকলিন ফার্নান্দেজ ও ক্যাটরিনা কাইফ। জ্যাকলিনের সঙ্গে এরই মধ্যে ‘কিক ২’ সিনেমায় সালমান কাজ করছেন। তাই নতুন সিনেমাটি তিনি ক্যাটরিনাকে ঈদের উপহার হিসেবে দিচ্ছেন,’ যোগ করেন তিনি।

সর্বশেষ ‘ভারত’ সিনেমাতে সালমান খান ও ক্যাটরিনা কাইফকে একসঙ্গে অভিনয় করতে দেখা যায়। সিনেমাটি ভালো ব্যবসার মুখ দেখে।

বাংলাদেশ সময়: ১৮৩০ ঘণ্টা, অক্টোবর ০৪, ২০১৯
জেআইএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।