ঢাকা, মঙ্গলবার, ২৪ আষাঢ় ১৪৩২, ০৮ জুলাই ২০২৫, ১২ মহররম ১৪৪৭

বিনোদন

সালমান খানকে হত্যার হুমকি দেওয়ায় আটক ২ 

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১:২০, অক্টোবর ৪, ২০১৯
সালমান খানকে হত্যার হুমকি দেওয়ায় আটক ২ 

সেপ্টেম্বরে বলিউড সুপারস্টার সালমান খানকে সামাজিক যোগাযোগমাধ্যমে হত্যার হুমকি দেওয়া হয়েছিল। ফেসবুকে গ্যারি শুটার নামের একটি অ্যাকাউন্ট থেকে ‘ভাইজান’র ছবি পোস্ট করে তাকে ওই হুমকি দেওয়া হয়। এ ঘটনায় বৃহস্পতিবার (৩ অক্টোবর) ২ জনকে আটক করেছে ভারতের যোধপুর পুলিশ।

স্টেশন হাউস অফিসার প্রবীণ কুমার জানান, সালমান খানকে হত্যার হুমকিদাতাদের শনাক্ত করে আটক করা হয়েছে। তারা হলেন-জ্যাকি বিষ্ণোই ও জগদীশ।

এ দু’জন যানবাহন চোর এবং মাদক চোরাচালানকারী। নিজেদের প্রচার পাওয়ার জন্য এই অভিযুক্তরা সালমানকে হত্যার হুমকি দিয়েছিলেন।

পুলিশ আরও জানায়, মৃত্যুর হুমকিটি ফেসবুকে পোস্ট করেছিলেন জ্যাকি। তিনি তার নামের একটি উপসর্গ হিসাবে ‘লরেন্স’ যুক্ত করেন, যাতে সবাই মনে করেন তিনি ‘যোধপুর লরেন্স গ্যাং’র সদস্য।  

অভিযুক্তরা মাদক চোরাচালানের জন্য দুটি গাড়ি চুরি করেছিল। গাড়িগুলোও পুলিশ জব্দ করেছে।

রাস্তায় বিলাসবহুল একটি গাড়ি চালিয়ে যাওয়ার সময় সন্দেহ হলে পুলিশ গাড়িটি থামিয়ে দু’জনকে জিজ্ঞাসাবাদ করে। এরপর তদন্তে জানা যায় যে, এই দুই ব্যক্তি গাড়িটি চুরির করেছেন। পুলিশ আরও জানতে পারে জ্যাকি একই ব্যক্তি যিনি সালমান খানকে ফেসবুকে হুমকি দিয়েছিলেন।

আরও পড়ুন>> সালমান খানকে হত্যার হুমকি

বাংলাদেশ সময়: ২১২০ ঘণ্টা, অক্টোবর ০৩, ২০১৯
জেআইএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।