ঢাকা, শনিবার, ২৮ আষাঢ় ১৪৩২, ১২ জুলাই ২০২৫, ১৬ মহররম ১৪৪৭

বিনোদন

হাসপাতালে ভর্তি সংগীতশিল্পী লিজা

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮:২০, সেপ্টেম্বর ২৩, ২০১৯
হাসপাতালে ভর্তি সংগীতশিল্পী লিজা

ক্লোজআপ ওয়ান তারকা ও সংগীতশিল্পী লিজা হাসপাতালে ভর্তি হয়েছেন। রোববার (২২ সেপ্টেম্বর) সকালে তাকে রাজধানীর আনোয়ার খান মডার্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। এদিন রাতে লিজার পিত্তথলিতে (গলব্লাডার) সফল অস্ত্রোপচার সম্পন্ন হয়েছে।

বিষয়টি বাংলানিউজকে নিশ্চিত করেছেন লিজার ছোট ভাই শুভ। তিনি বলেন, ‘দীর্ঘদিন ধরে আপু পিত্তথলির সমস্যায় ভুগছিলেন।

দিন দিন এটা বড় হচ্ছিল। তাই পরিকল্পনা করেই গতকাল তার অস্ত্রোপচার করা হয়েছে। ’ 

‘অস্ত্রোপচারের পর আপুর জ্ঞান ফিরেছে। তাকে এখন সাধারণ বেডে রাখা হয়েছে।  আমাদের সঙ্গে টুকটাক কথাও বলছেন। তবে এখন তিনি শঙ্কামুক্ত আছেন। চিকিৎসকের পরামর্শ অনুযায়ী কয়েকদিনের মধ্যে আপুকে নিয়ে বাসায় ফিরতে পারবো বলে আশা করছি,’ যোগ করেন তিনি।

২০০৮ সালে সংগীতবিষয়ক রিয়্যালিটি শো ‘ক্লোজআপ ওয়ান’র চ্যাম্পিয়ন হন লিজা। তার প্রথম একক অ্যালবাম ‘লিজা পার্ট ওয়ান’ প্রকাশিত হয় ২০১২ সালে। তার দ্বিতীয় অ্যালবাম ‘পাগলী সুরাইয়া’ বাজারে আসে ২০১৫ সালে। দেশ-বিদেশে কনসার্ট করার পাশাপাশি সিনেমায় প্লেব্যাকও করেন লিজা। তার বেশকিছু গান শ্রোতাপ্রিয় হয়েছে।

বাংলাদেশ সময়: ১৪২০ ঘণ্টা, সেপ্টেম্বর ২৩, ২০১৯
জেআইএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।