ঢাকা, রবিবার, ২৯ আষাঢ় ১৪৩২, ১৩ জুলাই ২০২৫, ১৭ মহররম ১৪৪৭

বিনোদন

দুই বছর পর জান্নাত পুষ্প

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭:৪৯, সেপ্টেম্বর ২২, ২০১৯
দুই বছর পর জান্নাত পুষ্প জান্নাত পুষ্প

একক ও দ্বৈতকণ্ঠে গান প্রকাশে নিয়মিতই দেখা যেতো কণ্ঠশিল্পী জান্নাত পুষ্পকে। মাঝের দীর্ঘ দুই বছর কোনো গান প্রকাশ করেননি এই গায়িকা। অবশেষে গান-বিরতির অবসান ঘটালেন তিনি। দর্শক-শ্রোতাদের উপহার দিলেন নতুন গান।

পুষ্পের নতুন গানের শিরোনাম ‘তোমাকে দেখার পরে’। নাজমা মোহাম্মদের কথার গানটির সুর-সংগীতায়োজন করেছেন মান্নান মোহাম্মদ।

গাওয়ার পাশাপাশি গানের ভিডিওতে মডেল হয়েছে পুষ্প নিজেই। তার সঙ্গে রয়েছেন ইমরান খান। ভিডিও নির্মাণ করেছেন তানভীর শেহজাদ। ভিডিও প্রযোজনা করেছে মে ফ্লাওয়ার। এটি প্রকাশ পেয়েছে জান্নাত পুষ্পের ইউটিউব চ্যানেলে।

এই গান প্রসঙ্গে জান্নাত পুষ্প বলেন, ‘এই সময়ের দর্শক-শ্রোতাদের কথা ভেবেই এই গানের কথা ও সুর করা হয়েছে। দেশের বাইরে গানের শুটিং হয়েছে। আমার বিশ্বাস, গান-ভিডিওটি সবার ভালো লাগবে। ’

এর আগে ২০১৭ সালে পুষ্পের সবশেষ ‘চুপিচুপি’ শিরোনামের গান-ভিডিও প্রকাশ পেয়েছিল। সেই সময় গানটি দর্শক-শ্রোতামহলে বেশ প্রশংসিত হয়।

ভিডিও:

 বাংলাদেশ সময়: ১৩৪৯ ঘণ্টা, সেপ্টেম্বর ২২, ২০১৯
ওএফবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।