ঢাকা, সোমবার, ৩০ আষাঢ় ১৪৩২, ১৪ জুলাই ২০২৫, ১৮ মহররম ১৪৪৭

বিনোদন

নাগার্জুনের খামারবাড়িতে গলিত মরদেহ

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬:৫৯, সেপ্টেম্বর ২০, ২০১৯
নাগার্জুনের খামারবাড়িতে গলিত মরদেহ

জনপ্রিয় তেলেগু অভিনেতা নাগার্জুনের খামারবাড়িতে একটি গলিত মরদেহ মিলেছে। ভারতের তেলেঙ্গানা রাজ্যের পাপিরেড্ডিগুড়া গ্রামে এ ঘটনা ঘটেছে।

২০১৮ সালে খামারবাড়িটি কিনেছেন নাগার্জুন।  গ্রামটিতে চল্লিশ একরেরও বেশি জমিতে অরগানিক চাষাবাদ করার জন্য দক্ষ কৃষকদের নিয়োগ দিয়েছেন তিনি।

কয়েকদিন ধরে খামারবাড়িটির একটি পরিত্যক্ত ভবন থেকে বাজে দুর্গন্ধ পাচ্ছিলেন কৃষকরা। দুর্গন্ধের উৎস অনুসন্ধান করতে গিয়ে তারা একটি অর্ধগলিত মরদেহ খুঁজে পান।

পুলিশ ঘটনাটির তদন্ত করছে। মরদেহটি ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। তবে মরদেহটির কোন পরিচয় বা মৃত্যুর কারণ এখনো উদ্ঘাটিত হয়নি।  

এ বিষয়ে কোন প্রতিক্রিয়া প্রকাশ করেননি ৬০ বছর বয়সী অভিনেতা নাগার্জুন।  

নাগার্জুনের পরবর্তী সিনেমা অয়ন মুখার্জী পরিচালিত ‘ব্রহ্মাস্ত্র’ মুক্তি পাবে আগামী বছর। ১৫০ কোটি রুপি বাজেটের এই সিনেমায় আরও অভিনয় করছেন অমিতাভ বচ্চন, রণবীর কাপুর, আলিয়া ভাট, মৌনী রায় ও প্রিতম।

বাংলাদেশ সময়: ১২৫৯ ঘণ্টা, সেপ্টেম্বর ২০, ২০১৯
এমকেআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।