ঢাকা, সোমবার, ৩০ আষাঢ় ১৪৩২, ১৪ জুলাই ২০২৫, ১৮ মহররম ১৪৪৭

বিনোদন

প্রকাশ পেলো তপন চৌধুরীর নতুন গান

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬:২৮, সেপ্টেম্বর ১৯, ২০১৯
প্রকাশ পেলো তপন চৌধুরীর নতুন গান তপন চৌধুরী

গুণী সঙ্গীতশিল্পী তপন চৌধুরী কণ্ঠে প্রকাশ পেয়েছে নতুন গান। মায়ের বন্দনায় গাওয়া তার কণ্ঠের মেলোডি ঘরানার এই গানের শিরোনাম ‘মা থাকে ঐ পারে’।

ঘুম আসেনা, ঘুম আসেনা/মন যে কেমন করে/আমি থাকি দূর প্রবাসে/মা থাকে ঐ পারে- এমন কথামালার গানটি লিখেছেন আশরাফুল হক তুরন। এস আই শহীদের সুরে এর সংগীতায়োজন করেছেন মুশফিক লিটু।

এই গান প্রসঙ্গে এস আই শহীদ বলেন, ‘গানের কথাগুলো আমার ভেতর ভীষণ রকমের একটা ভালোলাগা তৈরি করে। তপন’দার কণ্ঠে মানাবে, সেই ভাবনা মাথায় রেখেই সুর করেছি। আশা করছি গানটি সবার হৃদয়ে নাড়া দেবে। মা’কে নিয়ে আরও বেশি বেশি গান হোক। সকল মায়েদের প্রতি শ্রদ্ধা। ’

সোমবার (১৬ সেপ্টেম্বর) দেশের শীর্ষস্থানীয় প্রযোজনা প্রতিষ্ঠান জি-সিরিজের ইউটিউব চ্যানেলে লিরিক্যাল ভিডিওতে প্রকাশ পায় তপন চৌধুরীর কণ্ঠের ‘মা থাকে ঐ পারে’।

তার আগে প্রকাশ পাওয়া তপন চৌধুরীর ‘এই তো বেশ আছি’ শিরোনামের গানটি শ্রোতামহলে বেশ প্রশংসিত হয়।

ভিডিও:

বাংলাদেশ সময়: ১২২৭ ঘণ্টা, সেপ্টেম্বর ১৯, ২০১৯
ওএফবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।