ঢাকা, রবিবার, ২৯ আষাঢ় ১৪৩২, ১৩ জুলাই ২০২৫, ১৭ মহররম ১৪৪৭

বিনোদন

ফের মুক্তিযুদ্ধভিত্তিক সিনেমায় অপর্ণা ঘোষ

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১:১৮, সেপ্টেম্বর ১৮, ২০১৯
ফের মুক্তিযুদ্ধভিত্তিক সিনেমায় অপর্ণা ঘোষ অপর্ণা ঘোষ

সরকারি অনুদানে নির্মাতা হোসনে মোবারক রুমি নির্মাণ করছেন ‘অন্ত্যেষ্টিক্রিয়া’ নামের সিনেমা। এতে অভিনয় করতে যাচ্ছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত অভিনেত্রী অপর্ণা ঘোষ।

এই সিনেমা প্রসঙ্গে নির্মাতা রুমি বলেন, ‘এই সিনেমার গুরুত্বপূর্ণ দুটি চরিত্র চূড়ান্ত করেছি। মানে, এরই মধ্যে চুক্তিবদ্ধ হয়েছেন অপর্ণা ও জয়ন্ত চট্রোপাধ্যায়।

এর অন্যান্য শিল্পীদের নাম খুব শিগগিরিই আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হবে। আগামী মাস থেকেই শুরু হবে ‘অন্ত্যেষ্টিক্রিয়া’র শুটিং।

১৯৭১ সালের একটি ঘটনাকে কেন্দ্র করে গড়ে উঠে ‘অন্ত্যেষ্টিক্রিয়া’ সিনেমার গল্প। এর মাধ্যমে আবারও মুক্তিযুদ্ধের সিনেমায় অভিনয় করছেন অপর্ণা। তার আগে ফাখরুল আরেফিন খানে মুক্তিযুদ্ধভিত্তিক সিনেমা ‘ভুবন মাঝি’তে কাজ করেছিলেন এই অভিনেত্রী।

বাংলাদেশ সময়: ২১১৮ ঘণ্টা, সেপ্টেম্বর ১৭, ২০১৯
ওএফবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।