ঢাকা, মঙ্গলবার, ৩১ আষাঢ় ১৪৩২, ১৫ জুলাই ২০২৫, ১৯ মহররম ১৪৪৭

বিনোদন

চুরি হলো স্বরা ভাস্করের জুতা

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১:২৭, সেপ্টেম্বর ১৩, ২০১৯
চুরি হলো স্বরা ভাস্করের জুতা স্বরা ভাস্কর

ভিন্ন এক অভিজ্ঞতার সম্মুখীন হলেন বলিউড অভিনেত্রী স্বরা ভাস্কর। মন্দিরের বাইরে জুতা খুলে ভিতরে প্রবেশ করলেন। ফিরে এসে দেখলেন জুতা উধাও। এমন ঘটনা অনেকের সঙ্গেই ঘটে। এবার ঘটলো স্বরা ভাস্করের সঙ্গেও।

মঙ্গলবার (১০ সেপ্টেম্বর) লাল সালোয়ার কুর্তা পরে মুম্বাইয়ের লালবাগচা রাজা দর্শনে গিয়েছেন স্বরা। পায়ে ছিল কোলাপুরী চটি।

মন্দির থেকে বেরিয়ে দেখেন চটি জোড়ার মধ্যে একটা উধাও। তাই অন্যটি হাতে নিয়ে মন্দির থেকে চলে আসেন এই অভিনেত্রী।  

কিছুটা হাটার পরই গাড়িতে উঠে যান স্বরা। তাই খুব একটা অসুবিধায় পরতে হয়নি তাকে। আর এই ঘটনা সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করলেন স্বরা নিজেই। ক্যাপশনে লিখেছেন, ‘মন্দিরে গিয়ে জুতাই যদি না হারাই তাহলে আর কীসের দর্শন!

এদিকে স্বরা ভাস্কর বর্তমানে পরিচালক ফারাজ আরিফ আনসারির সিনেমা ‘শির খুরমা’ শুটিংয়ে ব্যস্ত রয়েছেন। এই সিনেমায় স্বরা ছাড়াও রয়েছেন শাবানা আজমি দিব্য দত্তা প্রমুখ।

বাংলাদেশ সময়: ২১২৭ ঘণ্টা, সেপ্টেম্বর ১২, ২০১৯
ওএফবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।