ঢাকা, সোমবার, ২৯ আষাঢ় ১৪৩২, ১৪ জুলাই ২০২৫, ১৮ মহররম ১৪৪৭

বিনোদন

সম্পন্ন হলো স্বল্পদৈর্ঘ্য সিনেমা ‘ভাইজান’র শুটিং

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০:০৩, সেপ্টেম্বর ১৩, ২০১৯
সম্পন্ন হলো স্বল্পদৈর্ঘ্য সিনেমা ‘ভাইজান’র শুটিং ‘ভাইজান’ সিনেমার দৃশ্যে আব্দুল আজিজ ও দিলারা জামান

সম্প্রতি মুহাম্মদ মনিরুজ্জামান জুলহাস পরিচালিত স্বল্পদৈর্ঘ্য সিনেমা ‘ভাইজান’র শুটিং সম্পন্ন হয়েছে। পরিচালনার পাশাপাশি সিনেমাটি রচনাও করেন এই নির্মাতা।

স্বল্পদৈর্ঘ্যটি মূলত দেশ-বিদেশের বিভিন্ন চলচ্চিত্র উৎসবের জন্য নির্মান করা হয়েছে। এতে চরিত্রে অভিনয় করেছেন- দিলারা জামান, আব্দুল আজিজ, খান আতিক, ফারজানা রিক্তা, সঞ্চিতা দত্ত, সোহেল রহমান, এ আর সোহাইলসহ আরও অনেকে।

এর আবহসঙ্গীত করেছেন আপেল মাহমুদ এমিল।  

এই প্রসঙ্গে দিলারা জামান বলেন, ‘অনেক দিন পর সুন্দর একটি গল্পে অভিনয় করলাম। এই স্বল্পদৈর্ঘ্য সিনেমাটির মধ্যে সুন্দর একটি মেসেজ আছে। আর এটি পুরস্কার পাওয়ার মতোই একটি কাজ হয়েছে বলে আমি মনে করি। ’

এই প্রসঙ্গে আব্দুল আজিজ বলেন, ‘এখানে ‘ভাইজান’ চরিত্রটিতে আমি অভিনয় করছি। একটি পারিবারিক পরিবেশের মধ্য দিয়ে গল্পটি এগিয়ে যাবে। আশা করছি দর্শকদের ভালো লাগবে। আর অচিরেই সিনেমাটির বিষয়ে দর্শককে ভালো বার্তা দিতে পারবো। ’

বাংলাদেশ সময়: ২০০৩ ঘণ্টা, সেপ্টেম্বর ১২, ২০১৯
ওএফবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।