ঢাকা, মঙ্গলবার, ৩১ আষাঢ় ১৪৩২, ১৫ জুলাই ২০২৫, ১৯ মহররম ১৪৪৭

বিনোদন

৪০০ কোটি পার করলো প্রভাসের ‘সাহো’

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০:৩৭, সেপ্টেম্বর ৯, ২০১৯
৪০০ কোটি পার করলো প্রভাসের ‘সাহো’

শুরুতে মিশ্র প্রতিক্রিয়ার মধ্য দিয়ে যাত্রা শুরু করলেও বক্স অফিসে ঝড় তুলেই চলেছে প্রভাসের ‘সাহো’। মাত্র ১০ দিনে সিনেমাটি বিশ্বব্যাপী ৪শ’ কোটি রুপি আয় করে নিয়েছে। সাহোর টুইটার পেজ থেকে এমনটিই জানানো হয়েছে।

মুক্তির পর ‘সাহো’ সমালোচকদের তেমন খুশি করতে পারেনি। অনেকে এর গল্প ও চিত্রনাট্য নিয়ে প্রশ্ন তুলেছেন।

তবে সেদিকে কর্ণপাত করেননি প্রভাসভক্তরা। তাদের অনেকে সিনেমার প্রশংসা করেছেই বরং সমালোচকদেরই সমালোচনা করেছেন। যার কারণে বক্স অফিস কাঁপাচ্ছে অ্যাকশন-থ্রিলারটি।

তরুণ পরিচালক সুজিতের ‘সাহো’ সিনেমাটি হিন্দি, তামিল, তেলুগু ও মালয়ালাম ভাষায় মুক্তি পেয়েছে। এতে অভিনয় করেছেন প্রভাস, শ্রদ্ধা কাপুর, নীল নিতিন মুকেশ, অরুণ বিজয়, জ্যাকি শ্রফ, চাঙ্কি পাণ্ডে, মন্দিরা বেদিসহ অনেকে।

৩০ আগস্ট ‘সাহো’ বিশ্বব্যাপী মুক্তি পায়। মুক্তির মাত্র দু’দিনেই সিনেমাটি ২০০ কোটি রুপি ঘরে তোলে।

বাংলাদেশ সময়: ১৬৩৬ ঘণ্টা, সেপ্টেম্বর ০৯, ২০১৯
জেআইএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।