ঢাকা, মঙ্গলবার, ৩১ আষাঢ় ১৪৩২, ১৫ জুলাই ২০২৫, ১৯ মহররম ১৪৪৭

বিনোদন

ভিন্ন নামে আসছে সালমানের ‘ওয়ান্টেড’র সিক্যুয়েল

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯:৪৩, সেপ্টেম্বর ৮, ২০১৯
ভিন্ন নামে আসছে সালমানের ‘ওয়ান্টেড’র সিক্যুয়েল

২০০৮ সালে মুক্তি প্রাপ্ত অ্যাকশন সিনেমা ‘ওয়ান্টেড’র সিক্যুয়েল নিয়ে হাজির হতে যাচ্ছেন বলিউড সুপারস্টার সালমান খান। তবে এতে ‘ওয়ান্টেড টু’ নাম ব্যবহৃত হচ্ছে না, নির্মিত হবে ভিন্ন নামে। আর সিনেমাটি মুক্তি পেতে যাচ্ছে আগামী বছরের ঈদে।

সঞ্জয়লীলা বানসালির ‘ইনশাআল্লাহ’ সিনেমাটি ছেড়ে দেওয়ার পর থেকে শোনা যাচ্ছিল ‘কিক ২’ অথবা ‘ওয়ান্টেড ২’ সিনেমা শুরু করবেন সালমান। তবে সম্প্রতি ভারতীয় একটি সংবাদমাধ্যম নিশ্চিত করে, ‘কিক ২’ নয়, ‘ওয়ান্টেড’র সিক্যুয়েল হতে যাচ্ছে ‘ভাইজান’র পরবর্তী সিনেমা।

অ্যাকশন সিনেমাটি পরিচালনা করবেন প্রভুদেব এবং নির্মিত হবে সালমান খান ফিল্মসের ব্যানারে।

সালমান খান ও প্রভুদেব

‘ওয়ান্টেড’ সিনেমায় পুলিশের একজন গুপ্তচর হিসেবে দেখা যায় সালমান খানকে। এতে তার বিপরীতে ছিলেন অভিনেত্রী আয়েশা টাকিয়া। তবে নতুন পর্বে সাল্লুর চরিত্র কেমন হবে কিংবা তার নায়িকা কে হবেন-তা এখনো জানা যায়নি। সিক্যুয়েলটির শুটিং চলতি বছরের ডিসেম্বর অথবা ২০২০ সালের জানুয়ারিতে শুরু হওয়ার কথা রয়েছে।  

বাংলাদেশ সময়: ১৫৪২ ঘণ্টা, সেপ্টেম্বর ০৮, ২০১৯
জেআইএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।