ঢাকা, মঙ্গলবার, ৩১ আষাঢ় ১৪৩২, ১৫ জুলাই ২০২৫, ১৯ মহররম ১৪৪৭

বিনোদন

আইফা ২০১৯ আয়োজনে মাধুরী-সালমান-ক্যাটরিনা

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১:৫৫, সেপ্টেম্বর ৭, ২০১৯
আইফা ২০১৯ আয়োজনে মাধুরী-সালমান-ক্যাটরিনা আইফা ২০১৯ প্রেস কনফারেন্সে সালমান-মাধুরী-ক্যাটরিনা

ইন্টারন্যাশনাল ইন্ডিয়ান ফিল্ম অ্যাকাডেমি (আইফা) পুরস্কার ২০১৯ প্রদান করা হবে চলতি মাসের শেষভাগে। বৃহস্পতিবার আইফা আয়োজিত সংবাদ সম্মেলনকে প্রাণবন্ত করে তোলেন বলিউড তারকা সালমান খান, মাধুরী দীক্ষিত ও ক্যাটরিনা কাইফ। সেপ্টেম্বরের ১৬ ও ১৮ তারিখে মুম্বাইয়ে উৎসবটি অনুষ্ঠিত হবে বলে জানা গেছে। 

ভারতীয় চলচ্চিত্রকে আন্তর্জাতিকভাবে জনপ্রিয় করার জন্য কাজ করে চলেছে ইন্টারন্যাশনাল ইন্ডিয়ান ফিল্ম অ্যাকাডেমি (আইফা)। প্রতিষ্ঠানটি ভারতীয় সিনেমায় সেরা কৃতিত্ব রাখা কলা-কুশলীদের পুরস্কৃত করে থাকে।

একেক বছর বিশ্বের একেক দেশে আইফা’র বার্ষিক পুরস্কার বিতরণী আয়োজিত হলেও, এর ২০ বছরের ইতিহাসে এই প্রথমবার ভারতীয় সিনেমার সূতিকাগার মুম্বাইয়ে এই উৎসব অনুষ্ঠিত হবে।  

আইফা আয়োজনে উপস্থিত তারকারা

১৬ সেপ্টেম্বর সোমবারে আইফা পুরস্কার উৎসব সঞ্চালনা করবেন রাধিকা আপ্তে ও ফজল আলি। আর ১৮ সেপ্টেম্বর উপস্থাপনায় থাকবেন আয়ুষ্মান খুরানা ও অর্জুন কাপুর।

বাংলাদেশ সময়: ২১৫৪ ঘণ্টা, সেপ্টেম্বর ০৬, ২০১৯
এমকেআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।