ঢাকা, মঙ্গলবার, ৩১ আষাঢ় ১৪৩২, ১৫ জুলাই ২০২৫, ১৯ মহররম ১৪৪৭

বিনোদন

সালমান শাহকে ‘হত্যা’র বিচার দাবিতে মানববন্ধন

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২:৪১, সেপ্টেম্বর ৬, ২০১৯
সালমান শাহকে ‘হত্যা’র বিচার দাবিতে মানববন্ধন

দেখতে দেখতে চলে গেলো ২৩ বছর। মৃত্যুর দুই দশক পার হলেও ভক্তরা এখনো তাদের প্রিয় নায়ক সালমান শাহকে হারানোর ব্যথা ভুলতে পারেননি।

তাই শুক্রবার (৬ সেপ্টেম্বর) বিকেলে সালমান শাহকে স্মরণ করতে ও তাকে ‘হত্যা’র ন্যায়বিচার দাবি নিয়ে রাজধানীর শাহবাগে মানববন্ধন করেছে প্রয়াত এ চিত্রনায়কের ভক্তদের সংগঠন ‘টিম সালমান শাহ’।

১৯৯৬ সালের ৬ সেপ্টেম্বর ঢাকার নিউ ইস্কাটন রোডের বাসা থেকে সালমান শাহের মরদেহ উদ্ধার করা হয়।

এরপর কয়েক দফায় এটিকে ‘অপমৃত্যু’ হিসেবে আদালতে প্রতিবেদন দেওয়া হয়। তবে সালমান শাহর মা ও ভক্তরা এটিকে ‘হত্যা’ বলে দাবি করে আসছেন।  

মানববন্ধনে সালমান শাহকে ‘হত্যা’র বিচার দাবি করে ভক্তরা বক্তব্য দেন। সেখানে বলা হয়, সালমান শাহর মৃত্যু স্বাভাবিক নাকি অস্বাভাবিক এই ধুম্রজাল এখনো কাটেনি। তারা মৃত্যুর কারণ জানতে চান। মৃত্যুর আগে সালমান শাহ নানা ধরনের ‘পলিটিক্স’র শিকার হয়েছিলেন বলেও দাবি করা হয়।

আলোচিত মামলাটি বর্তমানে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনে (পিবিআই) রয়েছে। সালমান শাহ হত্যা মামলার অধিকতর তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য ১ অক্টোবর দিন ধার্য করেছেন আদালত।

বাংলাদেশ সময়: ১৮৪০ ঘণ্টা, সেপ্টেম্বর ০৬, ২০১৯
জেআইএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।