ঢাকা, সোমবার, ৩০ আষাঢ় ১৪৩২, ১৪ জুলাই ২০২৫, ১৮ মহররম ১৪৪৭

বিনোদন

ফের শুরু হচ্ছে অরিন্দমের আটকে যাওয়া সিনেমার কাজ

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০:৩৫, সেপ্টেম্বর ৫, ২০১৯
ফের শুরু হচ্ছে অরিন্দমের আটকে যাওয়া সিনেমার কাজ মিমি-অরিন্দম

পরিচালক অরিন্দম শীল আবার শুরু করতে যাচ্ছেন তার আটকে যাওয়া সিনেমা ‘খেলা যখন’র কাজ। এর নায়িকা হিসেবে রাখা হয়েছে মিমি চক্রবর্তীকেই। জানুয়ারি থেকে শুরু হচ্ছে এর শুটিং।

প্রথমে সিনেমাটি হওয়ার কথা ছিল ভেঙ্কটেল ফিল্মমের প্রযোজনায়। কিন্তু ভেঙ্কটেশ ফিল্মসের অন্যতম কর্ণধার শ্রীকান্ত মোহতাকে সিবিআই গ্রেফতার করার কারণে প্রযোজনা থেকে সরে দাঁড়ায় সংস্থাটি।

এখন এটি নির্মাণ হবে ক্যামেলিয়ার প্রযোজনায়।

এর নায়ক হিসেবে মিমির বিপরীতে নেওয়া হয়েছিল আবির চট্রোপাধ্যায়কে। কিন্তু সিনেমাটি থেকে নিজেই সরে দাঁড়ান আবির। তার পরিবর্তে নেওয়া হয়েছে অনির্বাণ ভট্রাচার্যকে। সিনেমাটির জন্য এরই মধ্যে প্রস্তুতি শুরু করেছেন মিমি।

এ সিনেমা প্রসঙ্গে অরিন্দম শীল বলেন, ‘সিনেমাটি নিয়ে বিশেষ কিছু বলার সময় এখনো আসেনি। অনেক জটিলতা পেরিয়ে এসেছি। শুধু এতটুকু বলবো, ‘সিনেমা নাম ‘খেলা যখন’। নায়িকা মিমিই থাকছেন। তার বিপরীতে থাকছেন অনির্বাণ। ’

বাংলাদেশ সময়: ২০৩৪ ঘণ্টা, সেপ্টেম্বর ০৪, ২০১৯
ওএফবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।