ঢাকা, সোমবার, ৩০ আষাঢ় ১৪৩২, ১৪ জুলাই ২০২৫, ১৮ মহররম ১৪৪৭

বিনোদন

শতাব্দী ওয়াদুদের ‘অন্দরে আলো’

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩:০১, আগস্ট ২৯, ২০১৯
শতাব্দী ওয়াদুদের ‘অন্দরে আলো’

পুলিশ অফিসার জাহেদের একমাত্র মেয়ে হাসপাতালে মৃত্যুর সঙ্গে লড়ছে। সীমাহীন অর্থ, নিদারুণ আকুতি কোনো কিছুই তার মেয়েকে মৃত্যুর হাত থেকে ফেরাতে পারছে না। 

কিন্তু জাহেদ কিছুতেই মেলাতে পারছেন না কোন পাপে নিয়তি তার সঙ্গে এমন নির্দয় আচরণ করছে। অবশেষ বিস্মৃতির দুয়ার হাতড়ে সে খুঁজে পায় তার অতীত কর্মকাণ্ড।

বৃদ্ধ দম্পতির গাড়ি হারিয়ে যাওয়ার প্রতিকার না পাওয়া, নিজের গাড়ির ধাক্কায় রিকশাওয়ালার মৃত্যু, চোরা চালানের সোনার বিস্কুট ছিনিয়ে এনে নিজের ঘরে রাখা ইত্যাদি নানান অতীত কর্মকাণ্ডের স্মৃতি একে একে ধরা দেয় জাহেদের কাছে।

জাহেদ তখন কারো কারো কাছে তার ভুলের প্রায়শ্চিত্তে জন্য ছুটে যান। কিন্তু তাতে কি তার মেয়ে ফিরে আসবে মৃত্যুর পথ থেকে?

এমনই গল্পে নির্মিত হয়েছে খণ্ড নাটক ‘অন্দরে আলো’। আহমেদ তাহসিন শামসের রচনায় নাটকটি পরিচালনা করেছেন ওয়াহিদ আনাম। এতে জাহেদ চরিত্রে অভিনয় করেছেন অভিনেতা শতাব্দী ওয়াদুদ। এছাড়া বিভিন্ন চরিত্রে রয়েছেন-রুনা খান, নওশাবা, সাজু খাদেম ও মিঠুসহ অনেকে।

‘অন্দরে আলো’ নাটকটি শুক্রবার (৩০ আগস্ট) রাত ৯টায় এসএটিভিতে প্রচার হবে।

বাংলাদেশ সময়: ১৯০০ ঘণ্টা, আগস্ট ২৯, ২০১৯
জেআইএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।