ঢাকা, মঙ্গলবার, ৩১ আষাঢ় ১৪৩২, ১৫ জুলাই ২০২৫, ১৯ মহররম ১৪৪৭

বিনোদন

দুর্দান্ত অ্যাকশনে ‘ওয়ার’র ট্রেলার

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২:১৩, আগস্ট ২৭, ২০১৯
দুর্দান্ত অ্যাকশনে ‘ওয়ার’র ট্রেলার

সাদা বরফের পাহাড়ের উপরে এক বিমান থেকে অন্য বিমানে লাফিয়ে পড়লেন ঋত্বিক রোশন। এরপরই ছদ্মবেশে শত্রুদের বহরে ঢুকে হামলা চালান তিনি। মিসাইল ছুঁড়ে মাঝ সমুদ্রে জাহাজ উড়িয়ে দেন। টাইগারের সঙ্গে হাত মিলিয়ে শত্রুদের মোকাবিলা করে পরবর্তীতে দু’জনেই দাঁড়ান মুখোমুখি অবস্থানে!

এমনই দুর্দান্ত অ্যাকশনে ভরপুর মুক্তি প্রতীক্ষিত সিনেমা ‘ওয়ার’র ট্রেলার। সিনেমাটিতে প্রথমবার একসঙ্গে অভিনয় করেছেন ঋত্বিক রোশন ও টাইগার শ্রফ।

 

শুরু থেকেই ‘ওয়ার’ আলোচনায় আছে। তবে মঙ্গলবার (২৭ আগস্ট) প্রকাশিত ট্রেলারে সবাইকে বড় ধরণের চমক দিলেন পরিচালক সিদ্ধার্থ আনন্দ। এটি প্রযোজনা করেছে যশরাজ ফিল্মস।  

‘ওয়ার’-এ কবির চরিত্রে অভিনয় করেছেন ঋত্বিক। ট্রেলারে দেখা গেছে, তাকে ধরতে কর্নেল লুথরার নির্দেশে মিশনে নামেন টাইগার শ্রফ। এতে কর্নেল লুথরার ভূমিকায় দেখা যাচ্ছে আশুতোষ রানা। সিনেমাটিতে আরও রয়েছেন অভিনেত্রী বাণী কাপুর।  

২ অক্টোবর ‘ওয়ার’ প্রেক্ষাগৃহে মুক্তি পাবে।

**'ওয়ার'র ট্রেলার
বাংলাদেশ সময়: ১৮১৩ ঘণ্টা, আগস্ট ২৭, ২০১৯
জেআইএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।