ঢাকা, মঙ্গলবার, ৩০ আষাঢ় ১৪৩২, ১৫ জুলাই ২০২৫, ১৯ মহররম ১৪৪৭

বিনোদন

আসছে ইমরানের ‘শুধু তোমায় ঘিরে’

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০:০৭, আগস্ট ২৭, ২০১৯
আসছে ইমরানের ‘শুধু তোমায় ঘিরে’

সংগীতশিল্পী ইমরান মাহমুদুলের নতুন গান ‘শুধু তোমায় ঘিরে’। শরীফ আল দ্বিনের কথায় গানটির সুর করেছেন নাজির মাহমুদ আর সংগীতায়োজনে আছেন মুশফিক লিটু।

বৃহস্পতিবার (২৯ আগস্ট) ‘শুধু তোমায় ঘিরে’র গান-ভিডিও প্রকাশ পেতে যাচ্ছে ধ্রুব মিউজিক স্টেশনের ইউটিউব চ্যানেলে। ভিডিওটি নির্দেশনা দিয়েছেন ভিকি জাহেদ।

এতে ইমরানের সাথে মডেল হয়েছেন উপস্থাপিকা মারিয়া নূর। এর মধ্য দিয়ে প্রথমবার কোন মিউজিক ভিডিওতে অংশ নিলেন তিনি।

এ প্রসঙ্গে ইমরান বলেন, ‘ইচ্ছা ছিল মারিয়া নূরকে নিয়ে ভিডিওতে কাজ করার। সাধারণত গানের ভিডিওতে তিনি কাজ করেন না। আমার প্রস্তাবে কাজটি করেছেন। এটি আমার জন্য সম্মানের। দর্শক-শ্রোতাদের জন্য অবশ্যই নতুন কিছু অপেক্ষা করছে। ’ 

মারিয়া নূর জানান, তিনি ইমরানের গানের একজন শ্রোতা। ‘শুধু তোমায় ঘিরে’র গান ও ভিডিওর গল্পটি শুনে এতে কাজ করতে তিনি রাজি হন।  

বাংলাদেশ সময়: ১৬০৭ ঘণ্টা, আগস্ট ২৭, ২০১৯
জেআইএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।