ঢাকা, মঙ্গলবার, ৩১ আষাঢ় ১৪৩২, ১৫ জুলাই ২০২৫, ১৯ মহররম ১৪৪৭

বিনোদন

অক্ষয়ের সঙ্গে ‘লক্ষ্মী বোম্ব’ নিয়ে আসছেন কিয়ারা

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮:৪৭, আগস্ট ২৭, ২০১৯
অক্ষয়ের সঙ্গে ‘লক্ষ্মী বোম্ব’ নিয়ে আসছেন কিয়ারা অক্ষয় কুমার ও কিয়ারা আদবানি

‘লক্ষ্মী বোম্ব’ সিনেমায় অক্ষয় কুমারের সঙ্গে অভিনয় করছেন কিয়ারা আদবানি। সুপারহিট তামিল হরর কমেডি ‘কাঞ্চনা’র হিন্দি রিমেক হবে এটি। আগামী ঈদুল ফিতর উপলক্ষে সিনেমাটি মুক্তি পাবে।

অক্ষয় কুমারের সঙ্গে কিয়ারা আদবানি

এ মুহূর্তে ‘মিশন মঙ্গল’র দারুণ সাফল্য উপভোগ করছেন বলিউডের ‘খিলাড়ি’ অক্ষয় কুমার। এবার তিনি আগামী সিনেমা ‘লক্ষ্মী বোম্ব’র শুটিং নিয়ে ব্যস্ত হলেন।

তার সঙ্গে থাকছেন ‘কবির সিং’খ্যাত অভিনেত্রী কিয়ারা আদবানি।

কিয়ারা আদবানি।                                          ছবি: সংগৃহীত

এবছরের ‘কবির সিং’ সিনেমার ব্যাপক সাফল্যের পর কিয়ারাকে এবার নতুন রূপে দেখা যাবে ‘লক্ষ্মী বোম্ব’ সিনেমায়।  

গত মে মাসে কিছু কারণে সিনেমাটির কাজ ছেড়ে দিয়েছিলেন পরিচালক রাঘব লরেন্স। পরে বিশেষ বিবেচনায় তিনি তার কাজে ফিরেছেন। সম্প্রতি প্রযোজকদের সঙ্গে তার আলোচনার পর আবার প্রাণ ফিরেছে সিনেমাটির। মূল তামিল ‘কাঞ্চনা’ ফ্রাঞ্চাইজির পরিচালকও তিনি। এছাড়া তিনি প্রযোজনা এবং অভিনয়ও করেছেন মূল সিনেমায়।

‘লক্ষ্মী বোম্ব’ প্রযোজনা করছে কেপ অব গুড ফিল্মস, ফক্স স্টার স্টুডিওস, তুষার কাপুর ও শাবিনা খান। সিনেমাটি বড় পর্দায় আসবে ২০২০ সালের ২২ মে।  

বাংলাদেশ সময়: ১৪৪২ ঘণ্টা, আগস্ট ২৭, ২০১৯
এমকেআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।