ঢাকা, রবিবার, ২৯ আষাঢ় ১৪৩২, ১৩ জুলাই ২০২৫, ১৭ মহররম ১৪৪৭

বিনোদন

সাড়ে ছয় বছর প্রেম করে বিয়ে করলেন কণা

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০:১৩, আগস্ট ১৫, ২০১৯
সাড়ে ছয় বছর প্রেম করে বিয়ে করলেন কণা

দীর্ঘ সাড়ে ছয় বছর প্রেম করার পর প্রেমিকের সঙ্গে ঘর বাঁধলেন জনপ্রিয় সঙ্গীতশিল্পী দিলশাদ নাহার কণা। তার বর গোলাম মো. ইফতেখার গহীন পেশায় একজন ব্যবসায়ী।

কণা ও গহীনের বিয়ে হয়েছে গত ২১ এপ্রিল। দুই পরিবারের সম্মতিতেই তাদের চার হাত এক হয়েছে।

তবে সুখবরটি সংবাদমাধ্যমকে তিন মাস পর জানালেন কণা।  

বিয়ে নিয়ে কণা বাংলানিউজকে বলেন, ‘গহীনের সঙ্গে আমার দীর্ঘ দিনের বন্ধুত্ব। পথ চলতে চলতে এক সময় আমাদের সম্পর্ক তৈরি হয়। দুই পরিবারের মতেই আমরা বিয়ে করেছি। তবে বিষয়টি বড় আয়োজন করে সবাইকে জানাতে চেয়েছিলাম। তবে পরে মনে হলো এখই জানানো উচিৎ, তাই জানালাম। ’ 

‘চলতি বছর অনুষ্ঠান করে বন্ধু ও ঘনিষ্ঠজনদের বিয়ের নিমন্ত্রণ জানাবো। সবার কাছে আমাদের নতুন জীবনের জন্য দোয়া চাইছি’, যোগ করেন তিনি।

গোলাম মো. ইফতেখার গহীন ঢাকার ছেলে আর কণা গাজীপুরের।

বাংলাদেশ সময়: ১৬১২ ঘণ্টা, আগস্ট ১৫, ২০১৯
ওএফবি/জেআইএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।