ঢাকা, রবিবার, ২৯ আষাঢ় ১৪৩২, ১৩ জুলাই ২০২৫, ১৭ মহররম ১৪৪৭

বিনোদন

অভিনয়ে অভিষেক শাহরুখকন্যা সুহানার

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২:৩৮, আগস্ট ৭, ২০১৯
অভিনয়ে অভিষেক শাহরুখকন্যা সুহানার অভিনয় জগতে পদার্পণ করছেন সুহানা।

চলচ্চিত্র বিষয়ে স্নাতক সম্পন্ন করার পর থেকেই শাহরুখ খানের কন্যা সুহানা খানের অভিনয় জগতে আগমনের প্রতীক্ষা শুরু হয়। প্রতীক্ষার পালা শেষ করে সুহানা আসছেন বিনোদন জগতে। তবে হিন্দি নয়, একটি ইংরেজি শর্ট ফিল্মের মধ্য দিয়েই তার এই যাত্রা শুরু হতে যাচ্ছে। 

সুহানার সহপাঠী থিও গিমেনো পরিচালিত শর্ট ফিল্ম ‘দ্য গ্রে পার্ট অব ব্লু’র পোস্টার প্রকাশিত হয়েছে। এর মধ্য ফিল্মের মধ্য দিয়েই ক্যামেরার সামনে অভিনয় শুরু করছেন সুহানা।

 

বলিউডের তারকা অভিনেতাদের সন্তানরাও কখন বলিউডে পদার্পণ করে তা নিয়ে সবসময়ই কিছু আগ্রহী চোখ উন্মুখ হয়ে থাকে। বিনোদন জগতে এমনটা হরহামেশাই দেখা যায়। সুহানা খানও ব্যতিক্রম নন। ক্যামেরার সামনে আসার কথা তিনি আগেই বলেছিলেন। তার স্বপ্ন এবার সত্যি হতে চলেছে।

সম্প্রতি লন্ডনের আর্ডিংলি কলেজ থেকে স্নাতক শেষ করেছেন সুহানা। তিনি এখন অভিনয়ে ক্যারিয়ার শুরু করতে একদম প্রস্তুত।  

শর্ট ফিল্মটির পরিচালক থিও গিমেনো সামাজিক মাধ্যমে সুহানা খান অভিনীত ‘দ্য গ্রে পার্ট অব ব্লু’র তিনটি পোস্টার ভাগ করেছেন। পোস্টারে সুহানাকে গ্রাফিতি প্রতিকৃতিতে দেখা গেছে।

বাংলাদেশ সময়: ১৮১৮ ঘণ্টা, আগস্ট ০৭, ২০১৯
এমকেআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।