ঢাকা, শনিবার, ২৮ আষাঢ় ১৪৩২, ১২ জুলাই ২০২৫, ১৬ মহররম ১৪৪৭

বিনোদন

মন্ত্রীসহ এফডিসি ও রাজপথ ঝাড়ু দিলেন শিল্পীরা

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১:৫৩, আগস্ট ৩, ২০১৯
মন্ত্রীসহ এফডিসি ও রাজপথ ঝাড়ু দিলেন শিল্পীরা মশা নিধন অভিযানে মন্ত্রী ও চলচ্চিত্র তারকারা

ডেঙ্গু বিস্তার রোধে নানামুখী পদক্ষেপ ও কর্মসূচি গ্রহণ করেছেন সরকারি-বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠান। তারই ধারাবাহিকতায় এই সমস্যার প্রতিরোধে সবাইকে ঐক্যবদ্ধ করতে মাঠে নেমেছেন চলচ্চিত্র তারকারা।

হ্যাঁ, শুক্রবার (২ আগস্ট) বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন করপোরেশনে (বিএফডিসি) চলচ্চিত্রশিল্পী, প্রযোজক, পরিচালকদের নিয়ে পরিচ্ছন্নতা ও মশা নিধন অভিযান উদ্বোধন করেন তথ্যমন্ত্রী হাছান মাহমুদ। এরপর তথ্য মন্ত্রণালয়ের উদ্যোগে র‌্যালি বের করা হয়।

এতে অংশ নেন তথ্যমন্ত্রী হাসান মাহমুদ ছাড়াও তথ্য সচিব আবদুল মালেক, চলচ্চিত্র প্রযোজক, চলচ্চিত্র পরিচালক, শিল্পী, কলাকুশলীসহ বিএফডিসির কর্মকর্তা-কর্মচারীরা।

এডিস মশা ধ্বংসের লক্ষে জনসাধারণকে সচেতন করতে এই র‌্যালি বিএফডিসি থেকে বের হয়ে এর আশে-পাশের কয়েকটি রাস্তায় প্রদক্ষিণ করে।  

এ সময় তথ্যমন্ত্রী হাসান মাহমুদ ও শিল্পীরা ঝাড়ু হাতে নিয়ে এফডিসি ও এর আশে-পাশের এলাকা পরিষ্কার করেন। এছাড়া মশা মারার ফগিং মেশিন দিয়ে মশা মারেন তারা।

বাংলাদেশ সময়: ২১৫০ ঘণ্টা, আগস্ট ০২, ২০১৯
ওএফবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।