ঢাকা, রবিবার, ২৯ আষাঢ় ১৪৩২, ১৩ জুলাই ২০২৫, ১৭ মহররম ১৪৪৭

বিনোদন

দশ বছর পর ফিরছে জম্বিরা

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৩:১২, জুলাই ২৭, ২০১৯
দশ বছর পর ফিরছে জম্বিরা ‘জম্বিল্যান্ড ডাবল ট্যাপ’ এর একটি দৃশ্য

ডাকিনীবিদ্যার প্রয়োগে প্রাণ-ফিরে পাওয়া লাশকে বলা হয় ‘জম্বি’। পুরো আমেরিকা আসলে জম্বিদেরই দেশ। এরকম কাহিনী নিয়ে নির্মিত হয়েছিল ‘জম্বিল্যান্ড’ (২০০৯) সিনেমাটি। দশ বছর পর ‘জম্বিল্যান্ড ডাবল ট্যাপ’ সিনেমায় আবার ফিরছে তারা।

‘জম্বিল্যান্ড’র দশ বছর পর এর দ্বিতীয় কিস্তি ‘জম্বিল্যান্ড ডাবল ট্যাপ’ মুক্তি পাচ্ছে এ বছরেই। এই সিনেমায় অভিনয় করেছেন অস্কার মনোনীত অভিনেতা উডি হ্যারেলসন, জেসি আইজেনবার্গ, এবিগেইল ব্রেসলিন ও অস্কারজয়ী এমা স্টোন।

বৃহস্পতিবার (২৫ জুলাই) প্রকাশিত হলো সিনেমাটির দ্বিতীয় সিক্যুয়েলের ট্রেলার। কাহিনী অনুযায়ী, আমেরিকা এখনো একটি জম্বিল্যান্ড। প্রথম কিস্তির কাহিনীর সূত্র ধরেই সিক্যুয়েলটির চিত্রনাট্য অগ্রসর হয়েছে।

সিনেমাটিতে প্রচুর অ্যাকশন ও মজার দৃশ্য রয়েছে। বিশেষত জম্বিদের মারার দৃশ্যগুলো চমকপ্রদ। সিনেমাটির প্রথম পর্বে কিছু নিয়ম প্রতিষ্ঠিত হয়েছিল। দর্শকদের সেই নিয়মগুলো ট্রেলারটি পুনরায় স্মরণ করিয়ে দেয়।  

কলাম্বিয়া পিকচার্স পরিবেশিত ‘জম্বিল্যান্ড ডাবল ট্যাপ’ সিনেমাটি পরিচালনা করছেন মূল সিনেমাটির পরিচালক রুবেন ফ্লেচার। চলতি বছর ১১ অক্টোবর সিনেমাটি মুক্তি পেতে চলেছে।

‘জম্বিল্যান্ড ডাবল ট্যাপ’ ট্রেলার

বাংলাদেশ সময়: ২৩১০ ঘণ্টা, জুলাই ২৬, ২০১৯
এমকেআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।