ঢাকা, বৃহস্পতিবার, ২৫ আষাঢ় ১৪৩২, ১০ জুলাই ২০২৫, ১৪ মহররম ১৪৪৭

বিনোদন

প্রকাশ্যে এলো ‘দ্য স্কাই ইজ দ্য পিঙ্ক’র প্রথম ঝলক

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০:৫২, জুলাই ২৪, ২০১৯
প্রকাশ্যে এলো ‘দ্য স্কাই ইজ দ্য পিঙ্ক’র প্রথম ঝলক ‘দ্য স্কাই ইজ দ্য পিঙ্ক’র প্রথম ঝলক

সূর্যাস্তের দিকে অবাক দৃষ্টিতে তাকিয়ে আছেন- প্রিয়াঙ্কা চোপড়া, ফারহান আখতার, রোহিত সারফ ও জাইরা ওয়াসিম। বলছি, প্রকাশ্যে আসা সোনালী বোস পরিচালিত ‘দ্য স্কাই ইজ দ্য পিঙ্ক’ সিনেমার প্রথম ঝলক’র কথা।

হ্যাঁ, দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে প্রকাশ্যে এসেছে সিনেমাটির প্রথম লুক, যেটি শেয়ার করা হয়েছে টরোন্টো আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের টুইটার হ্যান্ডেলে।

ভারতীয় লেখক প্রয়াত আইশা চৌধুরীর জীবন ও তার পারিবারিক গল্পে অনুপ্রাণিত হয়ে সোনালী বোস নির্মাণ করেছেন ‘দ্য স্কাই ইজ দ্য পিঙ্ক’।

এতে আইশা চৌধুরীর ভূমিকায় অভিনয় করেছেন জাইরা ওয়াসিম। প্রিয়াঙ্কা চোপড়া ও ফারহান আখতারকে দেখা যাবে জাইরার বাবা-মায়ের চরিত্রে। ইশান চৌধুরী তথা জাইরার ভাইয়ের ভূমিকায় রয়েছেন রোহিত সারাফ।

চলতি বছরের ১১ অক্টোরব ‘দ্য স্কাই ইজ দ্য পিঙ্ক’ মুক্তি পাওয়ার কথা রয়েছে। এর আগে গত বছরের ৮ আগস্ট এর শুটিং শুরু হয়েছিল। এরপর থেকেই সিনেমাটির প্রথম ঝলকের অপেক্ষায় ছিলেন দর্শকরা।

বাংলাদেশ সময়: ১৬৫১ ঘণ্টা, জুলাই ২৪, ২০১৯
ওএফবি 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।