ঢাকা, শনিবার, ২৮ আষাঢ় ১৪৩২, ১২ জুলাই ২০২৫, ১৬ মহররম ১৪৪৭

বিনোদন

অবনী মাহবুবের কণ্ঠে রবীন্দ্রসঙ্গীত

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১:৪৭, জুলাই ২২, ২০১৯
অবনী মাহবুবের কণ্ঠে রবীন্দ্রসঙ্গীত

শ্রোতাদের জন্য নতুন আঙ্গিকে রবীন্দ্রনাথ ঠাকুরের জনপ্রিয় গান ‘বাদল দিনের প্রথম কদম ফুল’ প্রকাশ করলে সঙ্গীতশিল্পী অবনী মাহবুব। বর্ষা উপলক্ষে সম্প্রতি গানটি ইউটিউবে প্রকাশিত হয়েছে।

প্রযোজনা প্রতিষ্ঠান জি সিরিজের ব্যানারে প্রকাশিত এই গানের সঙ্গীতায়োজন করেছেন কলকাতার সৌরভ চক্রবর্তী। গানটির মিউজিক ভিডিও চিত্রায়িত হয়েছে অস্ট্রেলিয়ার ব্রিসবেনের সিডার ক্রিকে।

এ প্রসঙ্গে অবনী বলেন, ‘আমি রবীন্দ্রনাথের সুর ও বানী মনে ধারণ করে বেড়ে উঠেছি। সে টান থেকেই প্রথমেই রবীন্দ্রনাথের প্রিয় গানগুলোর মাধ্যমেই শ্রোতাদের সামনে নিজেকে হাজির করছি। ’ 

চলতি বছর থেকেই প্রতি তিন মাস পরপর এই শিল্পীর কণ্ঠে প্রকাশ পাচ্ছে রবীন্দ্রসঙ্গীত। প্রকাশের জন্য রবীন্দ্রনাথের জনপ্রিয় গানগুলোকেই বেছে নিয়েছেন তিনি। এর আগে প্রকাশ হয়েছে ‘তুমি রবে নীরবে’ ও ‘কোন কাননের ফুল’।

তিনি আরও জানান, রবীন্দ্রসঙ্গীত ছাড়াও শিগগিরই প্রকাশ পেতে যাচ্ছে অবনীর কণ্ঠে লোকগান ও নিজের মৌলিক গান।

**'বাদল দিনের প্রথম কদম ফুল'
বাংলাদেশ সময়: ২১৪৭ ঘণ্টা, জুলাই ২১, ২০১৯
জেআইএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।