ঢাকা, বৃহস্পতিবার, ২৬ আষাঢ় ১৪৩২, ১০ জুলাই ২০২৫, ১৪ মহররম ১৪৪৭

বিনোদন

প্রকাশ্যে এলো ইমন খানের ‘আজও প্রতি রাত জেগে থাকি টু’

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১:২৮, জুলাই ৫, ২০১৯
প্রকাশ্যে এলো ইমন খানের ‘আজও প্রতি রাত জেগে থাকি টু’ ইমন খান

নিয়মিতই প্রকাশ পাচ্ছে কণ্ঠশিল্পী ইমন খানের কণ্ঠের গান। গেল ঈদুল ফিতরেও ভিডিওতে বাজারের আসে তার চারটি গান। ঈদেই প্রকাশের কথা ছিল শিল্পী হিসেবে পরিচিতি পাওয়া ইমনের সাড়া জাগানো গান ‘আজও প্রতি রাত জেগে থাকি’র সিক্যুয়েল।

ব্যাটে-বলে এক করতে না পারায় শেষ পর্যন্ত ঈদে শ্রোতাদের ‘আজও প্রতি রাত জেগে থাকি টু’ উপহার দিতে পারেননি ইমন। তবে বিলম্ব দীর্ঘ করেননি।

বুধবার (৩ জুলাই) প্রযোজনা প্রতিষ্ঠান সাউন্ডেক থেকে প্রকাশ পেয়েছে তার কণ্ঠের ‘আজও প্রতি রাত জেগে থাকি টু’র গান ভিডিও।  

এবারের সিক্যুয়েল গানটির কথা ও সুর করেছেন প্লাবন কোরেশী। সঙ্গীতায়োজনে রিয়েল আশিক। এর ভিডিও নির্মাণ করেছেন বি কে শাহিন খান। এতে মডেল হয়েছেন ইমতু রাতিশ ও আদিবা।

এই গান প্রসঙ্গে ইমন খান বাংলানিউজকে বলেন, আমার গানের আলাদা একটা শ্রোতা আছে। তাদের জন্যই আমি গান করি। আমার বিশ্বাস গানটি তারা ভালোভাবেই গ্রহণ করবেন। আর ‘আজও প্রতি রাত জেগে থাকি’ গান দিয়েই আমি শ্রোতাদের নজরে এসেছি। সেই চিন্তা থেকে গানটির সিক্যুয়েল করেছি। এখন শ্রোতারা গানটি গ্রহণ করলেই আমার পরিকল্পনা সার্থক হবে।

ভিডিও: বাংলাদেশ সময়: ২১২৮ ঘণ্টা, জুলাই ০৪, ২০১৯
ওএফবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।