ঢাকা, বৃহস্পতিবার, ১৯ আষাঢ় ১৪৩২, ০৩ জুলাই ২০২৫, ০৭ মহররম ১৪৪৭

বিনোদন

অর্জুনের সঙ্গে বিয়ের খবর মিথ্যা, জানালেন মালাইকা

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০:২২, এপ্রিল ১৫, ২০১৯
অর্জুনের সঙ্গে বিয়ের খবর মিথ্যা, জানালেন মালাইকা অর্জুন কাপুর ও মালাইকা আরোরা

দীর্ঘ দিন প্রেমের পর এপ্রিল মাসে গাঁটছড়া বাঁধতে চলেছেন বলিউড অভিনেতা অর্জুন কাপুর ও অভিনেত্রী মালাইকা আরোরা! গত মাস থেকে এমন গুঞ্জন শোনা যাচ্ছিল বলিউড পাড়ায়। শুরুতে ৯ এপ্রিল এবং এখন গুঞ্জন রয়েছে ১৮ কিংবা ২২ তারিখে ভারতের গোয়ায় বিয়ে করবেন এই প্রেমিক যুগল।

তবে সম্প্রতি মালাইকা আরোরা বিয়ের পুরো বিষয়টিই মিথ্যা বলে উড়িয়ে দিলেন। যার ফলে জন্ম নিল নতুন জল্পনার।

এ প্রসঙ্গে ভারতীয় একটি সংবাদমাধ্যমে মালাইকা বলেছেন, ‘এই গুঞ্জনের কোনও সত্যতা নেই’।

নানা সময়ে অর্জুন-মালাইকাকে দেশ-বিদেশে একসঙ্গে ঘুরতে দেখা গেছে। এছাড়া কয়েকদিন আগে একটি বেসরকারি হাসপাতালে তাদের একসঙ্গে ঢুকতে দেখা গেলে তা নিয়েও শুরু হয় নতুন গুঞ্জনের। তবে এই বিষয় কিছু জানননি 'মুন্নি বদনাম হুয়ি'খ্যাত এই টাইটেম গার্ল।

২০১৬ সালের শুরু থেকে প্রথম স্বামী আরবাজ খানের থেকে আলাদা থাকতে শুরু করেন মালাইকা। ২০১৭ সালে তাদের দীর্ঘ ১৭ বছরের দাম্পত্য জীবনের বিচ্ছেদ ঘটে। এরপর অর্জুনের সঙ্গে মালাইকার প্রেমের বিষয়টি সামনে আসে।

বাংলাদেশ সময়: ১৬২১ ঘণ্টা, এপ্রিল ১৫, ২০১৯
জেআইএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।