ঢাকা, বৃহস্পতিবার, ১৯ আষাঢ় ১৪৩২, ০৩ জুলাই ২০২৫, ০৭ মহররম ১৪৪৭

বিনোদন

সিনেমা প্রযোজনায় এ আর রহমান

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭:৪৭, এপ্রিল ১২, ২০১৯
সিনেমা প্রযোজনায় এ আর রহমান এ আর রহমান

ভারতের কিংবদন্তি সঙ্গীত পরিচালক এ আর রহমান এবার সিনেমা নির্মাণ করছেন। তার প্রযোজিত প্রথম সিনেমার নাম রাখা হয়েছে ‘৯৯ সংস’। প্রযোজনার পাশাপাশি সিনেমাটির গল্পও লিখেছেন তিনি।

বিশেষ এই খবরটি টুইটারের মাধ্যমে সবাইকে জানিয়েছেন অস্কার বিজয়ী এই সঙ্গীত পরিচালক।

টুইটে তিনি লেখেন, আমার প্রযোজিত সিনেমা ’৯৯ সংস’র মুক্তির তারিখ ঘোষণা করতে পেরে আমি খুব আনন্দিত।

এটা তরুণ প্রেমের একটি গল্প। আমার প্রযোজনা সংস্থা ওয়াইএম মুভিজস ও জিও স্টুডিও যৌথভাবে এতে অর্থ লগ্নী করেছে।

সিনেমাটি ২১ জুন বিশ্বব্যাপী একসঙ্গে হিন্দি, তামিল ও তেলেগু ভাষায় মুক্তি পাবে। তবে এতে কারা অভিনয় করছেন তা জানা যায়নি।

বাংলাদেশ সময়: ১৩৪৭ ঘণ্টা, এপ্রিল ১২, ২০১৯
জেআইএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।