ঢাকা, বুধবার, ৫ ভাদ্র ১৪৩২, ২০ আগস্ট ২০২৫, ২৫ সফর ১৪৪৭

বিনোদন

কপিলের শোতে ফিরছেন সুনীল গ্রোভার!

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১:০১, ফেব্রুয়ারি ২১, ২০১৯
কপিলের শোতে ফিরছেন সুনীল গ্রোভার! কপিল শর্মা ও সুনীল গ্রোভার

২০১৭ সালে অস্ট্রেলিয়ায় একটি শো করতে গিয়ে ভারতীয় কমেডিয়ান কপিল শর্মা ও সুনীল গ্রোভারের মধ্যে সম্পর্কের অবনতি ঘটে। এরপর থেকেই জনপ্রিয় এই দুই মুখ ‘দ্য কপিল শর্মা শো’ থেকে আলাদা হয়ে যান। এখন পর্যন্ত তাদের দু’জনকে আর একসঙ্গে টিভি পর্দায় দেখা যায়নি।

তবে আবারও নাকি কপিলের শোতে অংশ নিতে যাচ্ছেন সুনীল। তবে এবার পারফর্মার হিসেবে নয়।

সিনেমার প্রচারণার জন্য অতিথি হিসেবে থাকবেন এই অভিনেতা।

জানা যায়, ‘ভারত’ সিনেমার মুক্তি উপলক্ষে ‘দ্য কপিল শর্মা শো’ যাবেন সালমান খান ও ক্যাটরিনা কাইফ। আর তাদের সঙ্গে যাবেন সুনীলও। ‘ভারত’ সিনেমায় সুনীল সালমানের বন্ধুর চরিত্রে অভিনয় করেছেন। মজার ব্যাপার হচ্ছে, কপিলের এই শোটির প্রযোজক এখন সালমান খান।

আলী আব্বাস জাফর পরিচালিত ‘ভারত’ ৫ জুন মুক্তি পেতে যাচ্ছে।

বাংলাদেশ সময়: ১৫৫৭ ঘণ্টা, ফেব্রুয়ারি ২১, ২০১৯
জেআইএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।