‘ভাঙামন’ গানটির সুর ও সঙ্গীতায়োজন করেছেন বাপ্পা মজুমদার। কথা লিখেছেন স্বপ্নীল।

সঙ্গীতশিল্পী 'হৈমন্তী'
গানটি প্রসঙ্গে হৈমন্তী বলেন, অনেক যত্ন এবং সময় নিয়ে এই কাজটি করেছি। বাপ্পা দা মনের মতো করে গানটির সুর ও সঙ্গীতায়োজন করেছেন। গানটি দর্শক-শ্রোতাদের ভালো লাগলেই আমার ভালো শ্রম সার্থক হবে।বাপ্পা মজুমদার বনলেন, হৈমন্তী ভালো গায়। এই গানটিতে দর্শক-শ্রোতারা তার প্রমাণ পাবেন।
আগামী বৃহস্পতিবার (১৩ ডিসেম্বর) ধ্রুব মিউজিক স্টেশনের ইউটিউব চ্যানেলে ‘ভাঙামন’ গানটির ভিডিও প্রকাশ পাবে।
বাংলাদেশ সময়: ১৪৪১ ঘণ্টা, ডিসেম্বর ১১, ২০১৮
জেআইএম