ঢাকা, মঙ্গলবার, ১৭ আষাঢ় ১৪৩২, ০১ জুলাই ২০২৫, ০৫ মহররম ১৪৪৭

বিনোদন

তাহসান-কনা’র ‘কেনো কে জানে’

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১:৪৬, নভেম্বর ১৫, ২০১৮
তাহসান-কনা’র ‘কেনো কে জানে’ তাহসান-কনা

‘খুব চেয়ে যদি না পাই/পেয়েও যদি আবারও হারাই/অনুশোচনায় কেটে যাবে বাকিটা সময়/তাই বুঝি কোন কিছু মানে না হৃদয়/তবু কেনো ভেসে যাই মায়ারই টানে/কেনো কে জানে, কেনো কে জানে’-কথায় দর্শক-শ্রোতাদের সুরের মুর্ছনায় ভাসাতে আসছেন তাহসান-কনা। 

বৃহস্পতিবার (১৫ নভেম্বর) সন্ধ্যায় এই জুটির ‘কেনো কে জানে’ শিরোনামের মিউজিক ভিডিও প্রকাশ পাচ্ছে।  

ভিডিওতে তাহসানের সঙ্গে মডেল হিসেবে দেখা যাবে মেহজাবিনকে।

এটি প্রকাশ পাচ্ছে প্রযোজনা প্রতিষ্ঠান গানচিল এর ইউটউব চ্যানেল থেকে।
 
গানটির কথা লিখেছেন আসিফ ইকবাল। সুর ও সঙ্গীতায়োজন করেছেন যথাক্রমে অমিত ও ঈশান।  
 
এছাড়া বায়োস্কোপ অরিজিনালের জন্য ‘নিঃশ্বাস’ শিরোনামে একটি স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রে গানটি ব্যবহার করা হয়েছে। এটি নির্মাণ করছেন মাহমুদুর রহমান হিমি। তার আগেই গানটিকে আলাদাভাবে প্রকাশ করা হচ্ছে।  
 
গানটি প্রসঙ্গে তাহসান বলেন, এককথায় বলতে গেলে গল্পের সঙ্গে মিল রেখেই গানটি বানানো হয়েছে। ভিডিওতে গানটি দর্শক-শ্রোতাদের উপভোগ্য হবে বলে আশা রাখি।
 
এ প্রসঙ্গে কনা বলেন, খুব ভালো একটা গান হয়েছে। গানটি নিয়ে আমি বেশ আশাবাদী। এখন দর্শক-শ্রোতাদের ভালো লাগলেই কাজটি সার্থক হবে।
 
বাংলাদেশ সময়: ১৬৪৫ ঘণ্টা, ১৫ নভেম্বর, ২০১৮
ওএফবি/আরআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।