ঢাকা, বুধবার, ১৮ আষাঢ় ১৪৩২, ০২ জুলাই ২০২৫, ০৬ মহররম ১৪৪৭

বিনোদন

‘দেবী’র পোস্টারে মিসির আলির সঙ্গে রানু

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০:৩৪, অক্টোবর ১০, ২০১৮
‘দেবী’র পোস্টারে মিসির আলির সঙ্গে রানু 'দেবী'র পোস্টার

একে একে পরিচয় করিয়ে দেওয়া হয়েছে ‘দেবী’ সিনেমার মিসির আলি, রানু, নীলু, আনিস ও আহমেদ সাবেরের চরিত্রের সঙ্গে। প্রত্যেকের আলাদা লুক প্রকাশ করা হয়েছে সামাজিক যোগাযোগমাধ্যমে।

এবার প্রকাশ পেলো সিনেমাটির অফিশিয়াল পোস্টার। যেখানে মিসির আলি চঞ্চল চৌধুরীর সঙ্গে রানু চরিত্রের জয়া আহসানকে দেখা যাচ্ছে।

জয়া আনমনে বসে আছেন আর তার পেছনে দাঁড়িয়ে চঞ্চল।

নন্দিত কথাসাহিত্যিক হুমায়ূন আহমেদের জনপ্রিয় উপন্যাস ‘দেবী’ অবলম্বনে নির্মিত হয়েছে সিনেমাটি। আগামী ১৯ অক্টোবর এটি প্রেক্ষাগৃহে মুক্তি পেতে যাচ্ছে।

২০১৫-১৬ সালের সরকারি অনুদান ও অভিনেত্রী জয়া আহসানের ‘সি তে সিনেমা’র প্রযোজনায় ‘দেবী’ পরিচালনা করেছেন অনম বিশ্বাস।

এতে রানুর স্বামী আনিসের চরিত্রে অনিমেষ আইচ, আহমেদ সাবেরের চরিত্রে ইরেশ যাকের ও নীলু চরিত্রে শবনম ফারিয়া অভিনয় করেছেন। ফারিয়ার এটিই প্রথম সিনেমা।

বাংলাদেশ সময়: ২০৩২ ঘণ্টা, অক্টোবর ০৯, ২০১৮
জেআইএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।