ঢাকা, বৃহস্পতিবার, ২৬ আষাঢ় ১৪৩২, ১০ জুলাই ২০২৫, ১৪ মহররম ১৪৪৭

বিনোদন

রাজ্জাকের বর্ণাঢ্য জীবন নিয়ে ‘রাজাধিরাজ রাজ্জাক’

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭:১৩, জুলাই ৩১, ২০১৮
রাজ্জাকের বর্ণাঢ্য জীবন নিয়ে ‘রাজাধিরাজ রাজ্জাক’ নায়করাজ রাজ্জাক/ ছবি:রাজীন চৌধুরী

কিংবদন্তি চলচ্চিত্র অভিনেতা রাজ্জাকের চলে যাওয়ার এক বছর হতে চলেছে। আগামী ২১ আগস্ট তার প্রথম মৃত্যুবার্ষিকী।

নায়করাজের মৃত্যুবার্ষিকী উপলক্ষে নির্মিত হয়েছে ৯০ মিনিট ব্যাপ্তির তথ্যচিত্র ‘রাজাধিরাজ রাজ্জাক’। নির্মাণ করেছেন গণমাধ্যম ব্যক্তিত্ব শাইখ সিরাজ।

রাজ্জাকের মৃত্যুর বছরখানেক আগে থেকেই শাইখ সিরাজ এটি নির্মাণ শুরু করেন। রাজ্জাকের দীর্ঘ সাক্ষাৎকার নেওয়ার পাশাপাশি এক সময়ে তার কলকাতায় বেড়ে ওঠার বসতভিটার হালচাল, সেখানে অবস্থানরত জীবিত নিকটাত্মীয় এবং ওই মহল্লার বন্ধু-বান্ধবের স্মৃতিচারণসহ রাজ্জাকের কালজয়ী দুর্লভ সিনেমার অংশ ও গান এতে সংযোজন করা হয়েছে। রাজ্জাকের সঙ্গে আলাপরত শাইখ সিরাজএছাড়া রাজ্জাককে নিয়ে কথা বলেছেন তার দীর্ঘ অভিনয় জীবনের সহশিল্পীরা, বিশেষ করে সুচন্দা, কবরী, ববিতা প্রমুখ।

জানা গেছে, এটি সিনেমা হলে প্রদর্শনের পরিকল্পনাও রয়েছে নির্মাতার। পাশাপাশি বাংলাদেশ ফিল্ম আর্কাইভেও সংরক্ষণ করা হবে।

আগামী ১৭ আগস্ট বিকেল সাড়ে ৩টায় চ্যানেল আইতে ‘রাজাধিরাজ রাজ্জাক’ নামের এই চিত্রগাঁথাটি প্রচার করা হবে।

বাংলাদেশ সময়: ১৩০৫ ঘণ্টা, জুলাই ৩১, ২০১৮
জেআইএম/আরআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।