ঢাকা, মঙ্গলবার, ৩১ আষাঢ় ১৪৩২, ১৫ জুলাই ২০২৫, ১৯ মহররম ১৪৪৭

বিনোদন

শাহরুখ খানের সঙ্গে ইমরান হাশমি

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫:৩২, জুলাই ২৭, ২০১৮
শাহরুখ খানের সঙ্গে ইমরান হাশমি ইমরান হাশমি ও শাহরুখ খান

সাইফ আলি খান ও নওয়াজুউদ্দিন সিদ্দিকির ওয়েব শো ‘সেক্রেট গেম’র পর ডিজিটাল হচ্ছেন শাহরুখ খান! গত বছর বলিউডের এই সুপারস্টার ঘোষণা দিয়েছিলেন বিনোদনধর্মী প্রতিষ্ঠান নেটফ্লিক্সের সঙ্গে যুক্ত হয়ে ‘দ্য বার্ড অব ব্ল্যাড’ বই থেকে সিরিজ নির্মাণ করবেন। বইটি লিখেছেন ভারতীয় তরুণ লেখক বিলাল সিদ্দিকি।

একজন বহিষ্কৃত গুপ্তচরকে ঘিরে গল্পটি লেখা হয়েছে। যে চরিত্রটির নাম কবির আনান্দ।

নির্মাতারা এই চরিত্রের জন্য বলিউড তারকা ইমরান হাশমিকে চূড়ান্ত করেছেন।

নেটফ্লিক্স ইন্ডিয়া তাদের অফিশিয়াল টুইটার অ্যাকাউন্টে জানিয়েছে, ‘দ্য বার্ড অব ব্ল্যাড’র কবির আনান্দ হচ্ছেন ইমরান হাশমি।

শাহরুখ খানের নিজস্ব প্রতিষ্ঠান রেড চিল্লিস এন্টারটেইনমেন্ট থেকে টুইট করে জানানো হয়, বড় খবর: আমরা কেন্দ্রীয় চরিত্রের অভিনেতা পেয়ে গেছি। ইমরান হাশমি ‘দ্য বার্ড অব ব্ল্যাড’র কবির আনান্দ চরিত্রটি করছেন।

বাংলাদেশ সময়: ২১২৮ ঘণ্টা, জুলাই ২৭, ২০১৮
জেআইএম/বিএসকে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।