ঢাকা, মঙ্গলবার, ৩১ আষাঢ় ১৪৩২, ১৫ জুলাই ২০২৫, ১৯ মহররম ১৪৪৭

বিনোদন

সাবেক প্রেমিক নিয়ে বিপাকে তিথি!

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৫:১৪, জুলাই ২৭, ২০১৮
সাবেক প্রেমিক নিয়ে বিপাকে তিথি! ‘ভালোবাসার স্বপ্নজালে’র একটি দৃশ্যে নাঈম, অপর্ণা ও মনোজ

মাহির সঙ্গে ঘর বেঁধেছেন তিথি। বিয়ের দুই বছরে মাথায় স্বামীকে নিয়ে নেপালে ঘুরতে যান তিনি। সেখানে হঠাৎ সাবেক প্রেমিক ফারহানের মুখোমুখি হতে হয় তাকে।

এ ঘটনায় তিথি খুব শঙ্কিত। কারণ তার স্বামী যদি বিষয়টি জানতে পারেন, তাহলে তাকে বেশ ঝামেলায় পড়তে হবে।

উপায় না পেয়ে তিথি ফারহানকে এড়িয়ে চলতে শুরু করলেন। কিন্তু ফারহান নাছোড়বান্দা। সে তিথিকে অনুসরণ করে তার হোটেল পর্যন্ত পৌঁছে যায়।

ফারহানের ইচ্ছা তিথি যেনো তার সাথে বাইরে সময় কাটায়। তা না হলে সে মাহিকে তাদের প্রেমের বিষয়টি জানিয়ে দেবেন। বাধ্য হয়ে তিথি একদিন ফারহানের কথায় রাজি হলেন। তবে এর ফলে ঘটনা মোড় নেয় ভিন্ন দিকে।

এমনই গল্পে নির্মিত হয়েছে খণ্ড নাটক ‘ভালোবাসার স্বপ্নজালে’। আহসান আলমগীরের রচনায় নাটকটি পরিচালনা করেছেন দীপু হাজরা। এতে তিথি চরিত্রে অভিনয় করেছেন অপর্ণা ঘোষ, ফারহান চরিত্রে এফএস নাঈম ও মাহি চরিত্রে মনোজ কুমার প্রামাণিক।

বাঁধন ড্রিম ভিশনের ব্যানারে নির্মিত নাটকটি শুক্রবার (২৭ এপ্রিল) রাত ৮ টায় আর টিভিতে প্রচার হবে।

বাংলাদেশ সময়: ১১১১ ঘণ্টা, জুলাই ২৭, ২০১৮
জেআইএম/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।