ঢাকা, মঙ্গলবার, ৩১ আষাঢ় ১৪৩২, ১৫ জুলাই ২০২৫, ১৯ মহররম ১৪৪৭

বিনোদন

আসিফের 'মন পড়ে রয়'

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১:৪৭, জুলাই ২০, ২০১৮
আসিফের 'মন পড়ে রয়' আসিফ ইমরোজ ও তৃষ্ণা

বর্তমানে সিনেমার থেকে মিউজিক ভিডিওতে বেশি কাজ করতে দেখা যায় চিত্রনায়ক আসিফ ইমরোজকে। সম্প্রতি ‘মন পড়ে রয়’ শিরোনামের নতুন একটি গানের মডেল হয়েছেন ‘ভালো থেকো’খ্যাত এই অভিনেতা।

এ প্রসঙ্গে আসিফ ইমরোজ বলেন, সবাই অনেক গুছিয়ে সুন্দরভাবে কাজটি করার চেষ্টা করেছি। আশা করছি দর্শকদের কাজটি ভালো লাগবে।

‘মন পড়ে রয়’ গানটিতে কণ্ঠ দিয়েছেন আহসান কবির। মিউজিক ভিডিওটি পরিচালনা করেছেন সাজিন খান। এতে আসিফের সঙ্গে জুটি বেঁধেছেন এস কে তৃষ্ণা।

পুরান ঢাকার লালবাগ কেল্লা ও নকশী পল্লীতে ভিডিওটির দৃশ্যধারণ সম্পন্ন হয়েছে। পরিচালক জানান, খুব শিগগিরই মিউজিক ভিডিওটি ইউটিউবে মুক্তি দেওয়া হবে।

বাংলাদেশ সময়: ১৭৪৬ ঘণ্টা, জুলাই ২০, ২০১৮
জেআইএম/বিএসকে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।