ঢাকা, মঙ্গলবার, ৩১ আষাঢ় ১৪৩২, ১৫ জুলাই ২০২৫, ১৯ মহররম ১৪৪৭

বিনোদন

‘মুন্নাভাই থ্রি’ থেকে সার্কিটকে হটিয়ে দিচ্ছেন রণবীর!

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১:১৭, জুলাই ১৯, ২০১৮
‘মুন্নাভাই থ্রি’ থেকে সার্কিটকে হটিয়ে দিচ্ছেন রণবীর! রণবীর কাপুর ও আরসাদ ওয়ারসি

সঞ্জয় দত্তের জীবনের টার্নিং পয়েন্ট যে মুন্নাভাইয়ের চরিত্র ছিলো সেটি রণবীর কাপুর অভিনীত ‘সঞ্জু’তে আরও একবার উঠে এসেছে। শুধু মুন্নাভাই নয়, আরসাদ ওয়ারসির সার্টিক চরিত্রটিও ছিলো সমান জনপ্রিয়।

মুন্নাভাই ও সার্কিট মানেই মজাদার কিছু সংলাপ এবং দারুণ সব কমেডি। সত্যি বলতে সার্টিক ছাড়া একেবারেই অসম্পূর্ণ মুন্নাভাই।

‘মুন্নাভাই এম.বি.বি.এস’ এবং ‘লাগে রাহো মুন্নাভাই’ ছবি দুটিতে তারই প্রমাণ পাওয়া গেছে।

কিছুদিন আগে ‘মুন্নাভাই থ্রি’ নির্মাণের ঘোষণা দিয়েছেন নির্মাতা রাজকুমার হিরানি। কিন্তু নতুন ছবিটিতে সার্কিট চরিত্রে পাওয়া যাবে না আরসাদ ওয়ারসিকে। এমনটাই তথ্য প্রকাশ করেছে ভারতীয় সংবাদ মাধ্যমগুলো।

প্রকাশিত ওই প্রতিবেদনে জানা যায়, সার্কিটের চরিত্র থেকে আরসাদকে হটিয়ে সে জায়গা দখল করে নিয়েছেন রণবীর কাপুর। ‘সঞ্জু’তে রণবীরের অভিনয় নাকি হিরানিকে এতোটাই মুগ্ধ করেছে যে, ‘মুন্নাভাই থ্রি’তেও ‘সাওয়ারিয়া’খ্যাত এই তারকাকে রাখতে চাইছেন তিনি।

তবে এ বিষয়ে এখনও কোনো আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হয়নি কারও পক্ষ থেকে।  

বাংলাদেশ সময়: ১৬৪১ ঘণ্টা, জুলাই ১৯, ২০১৮
বিএসকে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।