ঢাকা, মঙ্গলবার, ৩১ আষাঢ় ১৪৩২, ১৫ জুলাই ২০২৫, ১৯ মহররম ১৪৪৭

বিনোদন

সহপাঠী কবিতার প্রেমে শাহেদ!

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬:১৩, জুলাই ১৮, ২০১৮
সহপাঠী কবিতার প্রেমে শাহেদ! রওনক হাসান ও শারমীন জোহরা শশী

শাহেদের সহপাঠী ছিলেন কবিতা। তারা দু'জনই ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়তেন। সেখান থেকে তাদের বন্ধুত্ব। এক পর্যায় কবিতাকে ভালোবেসে ফেলেন শাহেদ। বিশ্ববিদ্যালয়ের এক অনুষ্ঠানে শাহেদ ও কবিতা একসঙ্গে ‘তুমি যে আমার কবিতা...’ গানটিও গেয়েছিলেন।

কিন্তু হঠাৎ এক প্রবাসী বাঙালির সাথে কবিতার বিয়ে ঠিক হয়ে যায়। খবরটা জানতে পেরে শাহেদ খুব কষ্ট পান! এরপর থেকে মনে মনে সবসময় কবিতাকে ক্যাম্পাসে, ক্লাসে সবখানে খুঁজতে থাকেন তিনি।

কিন্তু কোথাও কবিতার দেখা পান না।

দু’জনের যোগাযোগ বন্ধ হয়ে যায়। একদিন হঠাৎ কবিতার সাথে একটি ফুলের দোকানে শাহেদের দেখা হয়। এতে দু’জনই বেশ অবাক হন।

এরপর কী ঘটে তা জানা যাবে নাটক ‘তুমি যে আমার কবিতা’য়। এমন গল্পের নাটকটি শহীদুল হকের রচনায় নির্মাণ করেছেন সজিব আহমেদ। এতে শাহেদের চরিত্রে অভিনয় করেছেন রওনক হাসান ও কবিতার চরিত্রে শারমীন জোহরা শশী।

বৃহস্পতিবার (১৯ জুলাই) রাত ৮টায় আরটিভিতে নাটকটি প্রচার হবে।

বাংলাদেশ সময়: ২২১০ ঘণ্টা, জুলাই ১৮, ২০১৮
জেআইএম/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।