ঢাকা, মঙ্গলবার, ৩১ আষাঢ় ১৪৩২, ১৫ জুলাই ২০২৫, ১৯ মহররম ১৪৪৭

বিনোদন

কণ্ঠশিল্পী বেবী নাজনিন হাসপাতালে

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬:৪৫, জুলাই ১৭, ২০১৮
কণ্ঠশিল্পী বেবী নাজনিন হাসপাতালে হাসপাতালের বিছানায় বেবী নাজনিন

ঢাকা: বিশিষ্ট কণ্ঠশিল্পী বেবী নাজনিন অসুস্থ হয়ে রাজধানীর গুলশানের ইউনাইটেড হাসপাতালে ভর্তি রয়েছেন।

তার ছোট ভাই এনাম সরকার বাংলানিউজকে জানান, গত দু’দিন ধরে জ্বরে ভুগছেন বেবী নাজনিন। জ্বর না কমায় মঙ্গলবার (১৭ জুলাই) রাত ৮টার দিকে ইউনাইটেড হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হয়।

সেখানে চিকিৎসকদের পরামর্শে তাকে ভর্তি করা হয়েছে। তিনি এখন কেবিনে আছেন। তার সঙ্গে পরিবারের সদস্যরা আছেন।

সুস্থতার জন্য বেবী নাজনিন দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন বলে জানান তার ভাই।  

বাংলাদেশ সময়: ২২৪৩ ঘণ্টা, জুলাই ১৭, ২০১৮
জেআইএম/জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।