ঢাকা, মঙ্গলবার, ৩১ আষাঢ় ১৪৩২, ১৫ জুলাই ২০২৫, ১৯ মহররম ১৪৪৭

বিনোদন

ব্রাজিলের হয়ে ফুটবল খেললেন সাইমন!

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩:১৩, জুন ১৯, ২০১৮
ব্রাজিলের হয়ে ফুটবল খেললেন সাইমন! দুই দলের সমর্থকদের সঙ্গে সাইমন

চলছে বিশ্বকাপ ফুটবল। ‘গ্রেটেস্ট শো অন আর্থ’র উত্তেজনা ছড়িয়ে পড়েছে চারদিক। চিত্রনায়ক সাইমন সাদিক ব্রাজিল সমর্থক। আর তাই বিশ্বকাপ উপলক্ষে পছন্দের দলের হয়ে একটি প্রীতিম্যাচে অংশ নিয়েছেন ‘পোড়ামন’খ্যাত এই অভিনেতা।

ঈদ করতে গ্রামের বাড়ি কিশোরগঞ্জ গিয়েছেন তিনি। সেখানে তার বাড়ির পাশে কলাপাড়া প্রাথমিক বিদ্যালয়ের মাঠে আর্জেন্টিনা সমর্থকদের বিপক্ষে লড়েছেন তিনি।

দু’দলের সমর্থকদের গায়ে ছিল পছন্দের দলের জার্সি। তবে মজার বিষয় হলো এই ম্যাচটি ড্র হওয়ার পর টাইব্রেকারে হেরে যায় সাইমনের দল।

মঙ্গলবার (১৯ জুন) সাইমন বাংলানিউজকে বলেন, ছোটবেলায় বৃষ্টি হলেই ফুটবল নিয়ে বেরিয়ে পড়তাম। বন্ধুদের নিয়ে ভেজা মাঠে খেলতাম। এখন সময়ের অভাবে ফুটবল খেলার সুযোগ পাই না। তবে এবারের ঈদে গ্রামে এসে বিশ্বকাপ উপলক্ষে বন্ধুদের নিয়ে প্রীতিম্যাচ খেললাম। আমি ব্রাজিল সমর্থক দলের স্ট্রাইকার হয়ে খেলেছি। তবে জয় পেয়েছে আর্জেন্টিনার সমর্থকরা। আসলে পুরো বিষয়টি ছিল বিশ্বকাপ ও ঈদ উপলক্ষে আনন্দ করা।

বাংলাদেশ সময়: ১৮৩১ ঘণ্টা, জুন ১৯, ২০১৮
জেআইএম/এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।