ঢাকা, মঙ্গলবার, ৩১ আষাঢ় ১৪৩২, ১৫ জুলাই ২০২৫, ১৯ মহররম ১৪৪৭

বিনোদন

হুমায়ূনের গানের মডেল রানা-পায়েল

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩:১৩, জুন ১৯, ২০১৮
হুমায়ূনের গানের মডেল রানা-পায়েল আশফাক রানা ও পায়েল

ঈদ উপলক্ষে কণ্ঠশিল্পী ও সংগীত পরিচালক আহম্মেদ হুমায়ূনের নতুন একটি মিউজিক ভিডিও প্রকাশ পেয়েছে। ‘হৃদয়ে হৃদয় ছুই’ শিরোনামের গানটির মডেল হয়েছেন অভিনেতা ও মডেল আশফাক রানা ও মডেল পায়েল। ভিডিও নির্মাণ করেছেন ওসমান মিরাজ।

মঙ্গলবার (১৯ জুন) লাইভ টেকনোলজিসের ইউটিউব চ্যানেলে গানটি প্রকাশ করা হয়েছে।

মিরাজ বাংলানিউজকে বলেন, একটি গানকে পর্দায় যেভাবে উপস্থাপন করলে দর্শকের কাছে তা ভালো লাগবে।

আমরা চেষ্টা করেছি সেভাবেই ‘হৃদয়ে হৃদয় ছুঁই’ মিউজিক ভিডিওটি নির্মাণ করতে।

গানটির কথা লিখেছেন তারিক তুহিন।  কণ্ঠ দেওয়ার পাশাপাশি গানটির সুর ও সংগীত হুমায়ুন নিজেই করেছেন। ঢাকার বেশ কয়েকটি লোকেশনে এটির শুটিং হয়েছে।
**‘হৃদয়ে হৃদয় ছুই’ মিউজিক ভিডিওর লিংকবাংলাদেশ সময়:  ১৯০২ ঘণ্টা, জুন ১৯, ২০১৮
জেআইএম/এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।