ঢাকা, মঙ্গলবার, ৩১ আষাঢ় ১৪৩২, ১৫ জুলাই ২০২৫, ১৯ মহররম ১৪৪৭

বিনোদন

ঠিক যেনো বাবার মতো

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭:০০, জুন ১৯, ২০১৮
ঠিক যেনো বাবার মতো সাইফ আলি খান ও ইব্রাহিম আলি খান

সামাজিক যোগাযোগ মাধ্যম ইনস্টাগ্রামে একটি স্থিরচিত্র শেয়ার করেছেন বলিউড অভিনেতা সাইফ আলি খানের ছেলে ইব্রাহিম আলি খান। যেখানে দেখা যাচ্ছে- সুইমিং পুলের পানির মধ্যে ছবি তোলার জন্য পোজ দিয়েছেন সাইফ পুত্র। যার ক্যাপশনে ইব্রাহিম লিখেছেন, ‘সময়ই বলবে।’

সাইফ পুত্রের ছবিটি দেখে রীতিমতো চমকে গেছেন সকলে। কেননা ছবিটিতে ঠিক বাবার মতোই দেখাচ্ছে ইব্রাহিম আলি খানকে।

প্রথমে যে কেউ ছবিটি দেখলে ধরেই নেবেন এটি ৯০ দশকের সেই সাইফ আলি খান।

ইব্রাহিম আলি খানছবিটির নীচে একজন মন্তব্য করেছেন ‘ঠিক বাবার মতোই দেখতে। ’ আরেকজন লিখেছেন, ‘তাদের যমজ ভাই ভাবলেও ভুল হবে না। ’ কেউ লিখেছেন, ‘৯০ দশকের সাইফ আলি খান। ’

প্রাক্তন দম্পতি অমৃতা সিং ও সাইফ আলি খানের ছেলে ইব্রাহিম আলি খান। এছাড়া সারা আলি খান নামেও তাদের একটি মেয়ে রয়েছে।

বাংলাদেশ সময়: ১২৫৫ ঘণ্টা, জুন ১৯, ২০১৮
বিএসকে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।